বাংলা নিউজ > বায়োস্কোপ > SSC Scam: পার্থ-অর্পিতার কুবের ভাণ্ডার নিয়ে মিম সোশ্যালে, প্রতিবাদে টলি তারকারা

SSC Scam: পার্থ-অর্পিতার কুবের ভাণ্ডার নিয়ে মিম সোশ্যালে, প্রতিবাদে টলি তারকারা

পার্থ-অর্পিতাকে নিয়ে প্রতিবাদে সামিল হলেন তারকারা। 

গত সপ্তাহে টালিগঞ্জ থেকে উদ্ধার হয়েছিল ২২ কোটি। আর বুধবার অর্পিতার বেলঘরিয়ার বাড়িতে মিলল ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে ৪ কোটি ৩১ লক্ষের সোনার বার, সোনার গয়না ও একটি সোনার পেন।

সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দুজনেই এখন রয়েছেন ইডি-র হেফাজতে। জিজ্ঞাসাবাদ করা চলছে। ইতিমধ্যেই অর্পিতার টালিগঞ্জ আর বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কোটির কাছাকাছি ক্যাশ টাকা পেয়েছেন ইডি কর্তারা। সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথি আর প্রায় ৩ কেজি সোনা।

অনেকটা নাটকীয় ভঙ্গিতে টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। বাথরুমের মধ্যে ক্যাবিনেট বানিয়ে লোকানো ছিল টাকা। বীরভূম, কলকাতা মিলিয়ে অন্তত পক্ষে ৩২টি সম্পত্তির হদিশ মিলেছে অর্পিতা ও তার বিভিন্ন সংস্থার নামে।

অর্পিতা ইডিকে জানিয়েছেন, এই টাকা তাঁর নয়। বরং তাঁর ফ্ল্যাটে টাকা রেখেছিলেন পার্থ। বুধবার রাত যত গড়িয়েছে, মানুষের অবাকভাব তত বেড়েছে। যখের ধন দেখে তখন সবার চোখ ছানাবড়া। ফলত সোশ্যাল মিডিয়া এখন মিমে ছয়লাপ। বিরক্তি প্রকাশ করেছেন তারকারাও। সাধারণ মানুষের সঙ্গে তাঁদেরও দাবি, এই দুর্নীতির কাণ্ডকারখানা জলদি বন্ধ হোক।

টলিউডের তরুণ তুর্কি রুদ্ধি সেন লিখেছেন, ‘একদিকে চলতে থাকুক বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ আর মহানায়ক সম্মান, অন্য দিকে আরও ২০ কোটি উদ্ধার আরেকটা ফ্ল্যাটে, আবিস্কার হবে আরও, বাড়বে আরও কিছু শূন্য l শুধু এর মাঝখানে রাস্তায় দিন রাত এক করে ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আরও দুটো শুন্যে যোগ হলো ৫'এর সাথে, তাদের , যারা সৎ ভাবে স্বপ্ন দেখেছিলো। ছিঃ। মিম আর সার্কাস্টিক ইমোজির ভিড়ে আমরা যেন হারিয়ে না যাই, এই ঘটনা কোনো হাসির বিষয় না।’

ঋদ্ধি সেনের সোশ্যাল পোস্ট। 
ঋদ্ধি সেনের সোশ্যাল পোস্ট। 

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখলেন, ‘চ্যানেলে চ্যানেলে শুধু টাকার পাহাড়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় শুধু টাকার অঙ্কের আপডেট। সবাই হাসছে, এখনও! কি অশ্লীল দৃশ্য! কি জঘন্য দৃশ্য! একটুও হাসি পাচ্ছে না আমার...এখনও!’

বাম-ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রীলেখা লিখলেন, ‘বন্ধুরা এসব দেখে হেসে, মজা করে ওই মেয়েটা কতটা খারাপ বলে দায়িত্ব এড়াবেন না। মিনিস্টারবাবু তো ছাড়া পেয়ে যাবেন দিদি আর মোদির সেটিংসে। ভুগবে চাকরির জন্য হাহাকার করা ছেলেমেয়েগুলো। হ্যাঁ বামফ্রন্ট জিরো ঠিকই তবে জোচ্চুরিতে। পরেরবার মনে রাখবেন।’

ঋত্বিকের সোশ্যাল পোস্ট।
ঋত্বিকের সোশ্যাল পোস্ট।

অভিনেতা ঋত্বিকও সেই ধর্নায় থাকা মানুষগুলোর কথাই মনে করিয়ে দিলেন। লিখলেন, ‘এত আমোদের মাঝে যেন ভুলে না যাই যোগ্যতায় যাদের শিক্ষক হওয়ার কথাছিল তারা ধর্না মঞ্চে অবস্থানকরী পরিচয়ে ৫০০ দিন কাটিয়ে দিলেন।’

পরিচালক অনীক দত্ত লিখলেন, ‘এই পরিস্থিতিতে কি দুর্নীতির তলে পৌঁছতে থার্ড ডিগ্রি দেওয়া সম্ভব?’

 

বায়োস্কোপ খবর

Latest News

বাড়িতে অশ্বত্থ গাছ কি শুভ? দেওয়ালে গজিয়ে উঠলে কী করণীয়? রইল বাস্তুটিপস নিজেদের স্বভাবের কারণে অস্বস্তিতেপড়েন এই রাশির জাতকেরা! কারা তাঁরা ভারতের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি DRDO-র! বাঁচাবে সর্বোচ্চ বিপদ থেকেও কেউ মারা গেল শোক নয়, উৎসব হয়! মৃতদেহকেই আগলে রাখে পরিবার, অদ্ভুত রীতি এই গ্রামের সৌরভের বায়োপিক কি আরও পিছলো, করণ জোহরের স্পাই হতে গিয়ে আয়ুষ্মান ভুলছেন মহারাজকে পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ ISL 2023-24: ২ গোলে পিছিয়ে থেকে, ইনজুরি টাইমে ৩গোল, ফাইনালের পথে এক পা মুম্বইয়ের ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল ভালো লড়াই করার মতন জায়গাতে থাকলে তবেই খেলবেন ফরাসি ওপেন! জানালেন নাদাল মশলায় ক্যানসার? ২ সংস্থার কারখানায় পরিদর্শন শুরু ভারতের, চাওয়া হল পুরো রিপোর্টও

Latest IPL News

পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.