'ইশক ভিশক রিবাউন্ড'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করছেন হৃতিক রোশনের তুতো বোন পশমিনা রোশন। কাকা সুরকার রাজেশ রোশনের মেয়ে পশমিনা। মঙ্গলবার মুম্বইতে তিনি 'ইশক ভিশক রিবাউন্ড'-এর টাইটেল ট্র্যাক লঞ্চের ইভেন্টে উপস্থিত ছিলেন। সেখানেই অভিনেত্রী পারিবারের ঐতিহ্য ও দাদা হৃতিকের বিষয়ে নানা কথা শেয়ার করে নেন।
পশমিনার মতে, তাঁর পদবীর কথাটা মাথায় এলেই তিনি একসঙ্গে গর্বিত বোধও করেন আবার বেশ একটা চাপও অনুভব করেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ আমি আমার পরিবারের একটি অংশ হতে পেরে খুবই খুশি, তাঁরা যা করেছেন তার জন্য ভাষাও কম পড়ে যাবে। তাঁদের জন্য আমি সত্যি খুব গর্বিত। আমার নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি তাঁদের সান্নিধ্য পেয়েছি। তবে আমার পরিবারের ধারাকে আমি কতটা ভালো করে বয়ে নিয়ে যেতে পারব তা ভেবে বেশ চাপও লাগে। আমি সব সময় তাঁদের পরামর্শ মেনে চলার চেষ্টা করি, তাদের কাজ দেখি। কিন্তু পরিবারের সকলের মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে পারব কিনা? দর্শকরা তাঁদের মনে আমাকে জায়গা দেবেন কিনা? এটাই আমাকে ভাবায়।"
আরও পড়ুন: বিয়ের পর শ্রীময়ীর প্রথম মঙ্গলচণ্ডীর ব্রত, সঙ্গে নেই কাঞ্চন! তবে কোন প্রিয়জনকে নিয়ে পুজো দিলেন তিনি?
দাদা হৃতিক তাঁকে কী কী পরামর্শ দিয়েছেন, তাও জানান নায়িকা। তিনি বলেন, “শুধু দাদা যে পরামর্শ দেন তাই নয়,বরং উনি আমার মেন্টরও। দাদা সব সময় আমাকে বলেন, যাই করো না কেন, তা সততার সঙ্গে করো। নিজের কাজের ক্ষেত্রে তোমাকে ১০০ শতাংশই দিতে হবে।"
আরও পড়ুন: গৌরবের ইচ্ছেপূরণ! ‘আশা করছি এই বছরেই...’ অনুরাগীদের দিলেন কোন খুশির খবর?
প্রসঙ্গত, 'ইশক ভিশক' নস্ট্যালজিয়া আবার ফিরতে চলেছে রুপোলি পর্দায়। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে দেখা গিয়েছিল শাহিদ কাপুর ও অমৃতা রাওকে। কলেজ জীবনের প্রেম-ভালোবাসা-রোম্যান্সে মজেছিল দর্শক। এই ছবির হাত ধরেই শহিদ কাপুর এবং অমৃতা রাও-এর বলিউডে পথ চলার শুরু। আর এবার তাঁদের মতো পশমিনাও এই ছবির সিক্যুয়েল দিয়ে শুরু করলেন বলিউডে নতুন যাত্রা। পশমিনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে রোহিত সরাফ, জিবরান খান এবং নায়লা গ্রেওয়ালকে। চলতি বছরের ২৮ জুন মুক্তি পাবে ছবিটি।