আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। দেশের বিভিন্ন প্রান্তেও চলছে প্রতিবাদ। এরই মাঝে এই ঘটনার নির্যাতিতা তথা মৃতাকে নিয়েই বাসে বসে খুল্লামখুল্লা কুমন্তব্য করে বসলেন এক ব্যক্তি! তারপর....?
আরও পড়ুন: কফি উইথ করণের বিতর্ক আমূল পাল্টে দিয়েছে কেএল রাহুলের জীবন! কেন বললেন, 'ভীষণ ভয় পেয়েছিলাম কারণ...'
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাসের মধ্যে দাঁড়িয়েই একজন মহিলা দারুণ চেঁচাচ্ছেন তাঁর এক সহযাত্রীর দিকে আঙুল তাক করে। একই সঙ্গে জানান সকলে যে মেয়েটির সঙ্গে হওয়া পাশবিক অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন, তাঁর মৃত্যুর বিচার চাইছেন সেই ৩১ বছর বয়সী আরজি কর কাণ্ডের নিহত মহিলা চিকিৎসকের নামে ওই ব্যক্তি কুমন্তব্য করেছেন। প্রশ্ন তুলেছেন যে কেন সেই মেয়েটি ডাক্তারি পড়েছিল? এরপরই সেই ব্যক্তির মুখ প্রকাশ্যে আনেন তাঁরা। এবং বাসের মধ্যেই বাকি যাত্রীরা মিলে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। শিখিয়ে দেন সবক।
আরও পড়ুন: 'খুব মিস করি...' ৫৬ তম জন্মবার্ষিকীতে সুরে সুরেই বন্ধু কেকে -কে স্মরণ শিল্পার, গাইলেন কোন গান?
এদিন এই ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, 'পশ্চিমবঙ্গের মহিলারা আর কোনও রকম কুমন্তব্য সহ্য করবে না। এদিন বাসে এক ব্যক্তি আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে নিয়ে কুমন্তব্য করতেই বাকি মহিলা এবং অন্যান্য যাত্রীরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠেন।' এই পোস্ট থেকেই জানা যায় সেই অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন যেহেতু সরকার চিকিৎসকদের জন্য অনেক অর্থ খরচ করে তাই তাঁদের এসব প্রতিবাদ করা উচিত নয়।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার ভিউজ পেয়েছে। শেয়ার হয়েছে বহুবার।
প্রসঙ্গত আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। দফায় দফায় শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ, প্রতিরোধ। সকলের মুখে যেন একটাই দাবি লেগে, 'জাস্টিস ফর আরজি কর।'