রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি মুক্তি পাওয়ার পর রীতিমত হইচই ফেলে দিয়েছিল। এবার সেই ছবিই কিনা উঠে এল পাতে! আজ্ঞে একেবারেই তাই। রণবীরের এই ছবির থিমে আস্ত একটি কেক বানিয়ে ফেললেন এক জনপ্রিয় শেফ।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি থিমের কেক
এই পেস্ট্রি শেফের তরফে সম্প্রতি একটি রিল পোস্ট করা হয়েছিল ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি থিমের। সেই কেকের উপর বানি আর নয়নার ছবি আঁকা। বাদ যায়নি তাঁদের বন্ধুরাও।
আরও পড়ুন: 'ক্ষতি কী?' বিয়ে বাড়িতে গান গাওয়া বিতর্কে এবার মুখ খুললেন রাহুল বৈদ্য, সমর্থন করলেন অভিজিৎকে?
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাইছেন জুবিন গর্গ, আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডের! তারপর...
যিনি কেকটি বানিয়েছেন তিনি চৌকো আকারে কেকটি গড়ে তাতে সাদা ক্রিমের প্রলেপ দিয়েছেন। এরপর রং মিশিয়ে কেকের উপরের ছবিটি এঁকেছেন। এই ছবিতে দেখানো সেই মানালি ট্রেককে এখানে তিনি টুকে ধরেছেন। ছবিতে উঠে এসেছে বরফে ঘেরা পাহাড়। বাদ যায়নি উদয়পুর ট্রিপের কথাও যেখানে অদিতির বিয়ে হয়েছিল। বালাম পিচকারি গানটির ঝলকও তিনি এই কেকে ফুটিয়ে তুলেছেন।
আর এই সবের মাঝে আছে ছবির মূল চার চরিত্র অর্থাৎ বানি, নয়না, অদিতি এবং অভি। কীভাবে তিনি এই কেকটি বানিয়েছেন গোটাটাই ভিডিয়োতে তুলে ধরেছেন তিনি। দেখুন তার ঝলক।
ইতিমধ্যেই এই ভিডিয়ো ৮৫ হাজারের বেশি লাইক পেয়েছে। দেখা হয়েছে কয়েক লক্ষবার। অনেকেই মন্তব্য করেছেন এই ভিডিয়োতে।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়োতে মন্তব্য করে লেখেন, 'ওমা কী মিষ্টি! জব উই মেট থিমের কেক বানিও না কখনও...' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আমায় কেউ এই কেক দিলে তো না এটাকে কাটতে পারব আর না খেতে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কী মিষ্টি করে বানিকে বানালেন।'