ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফাঁকেই এদিন অফিসিয়াল ব্রডকাস্টারদের মুখোমুখি হয়েছিলেন প্যাট কামিন্স একটি সাক্ষাৎকার পর্বের জন্য। সেখানেই তিনি কী জানালেন যখন জানতে পারলেন বহু ভারতীয় মহিলা তাঁকে পছন্দ করেন।
কী জানালেন প্যাট কামিন্স?
২০২৪-২৫ সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে প্যাট কামিন্সের নেতৃত্বেই ৩-১ এ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এরপরই এদিন ব্রডকাস্টারদের সঙ্গে সাক্ষাৎকারে প্যাট কামিন্সকে বলা হয়, ' ভারতে আপনার তো দারুণ ভক্ত আছে। বিশেষ করে মহিলারা আপনাকে ভীষণ পছন্দ করেন। বহু বহু মহিলার ক্রাশ আপনি। এমনকি আমারও ক্রাশ আপনি। আমার প্রিয় বন্ধুরও। ও আমায় মেসেজ করে বলল ওহ তোর সঙ্গে প্যাট কামিন্সের দেখা হবে? আমি তোকে হিংসে করি। যদিও সবাই জানে যে আপনি বিবাহিত। কিন্তু তাও মহিলাদের মধ্যে আপনার দারুণ জনপ্রিয়তা।'
আরও পড়ুন: শাহরুখের পড়শি হতে চললেন রণবীর - দীপিকা! মেয়েকে নিয়ে কবে শিফট করছেন ১০০ কোটির নতুন বাড়িতে?
সঞ্চালিকা সাহিবা বালির মুখে এই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হয়ে যান প্যাট কামিন্স। অবুঝ বলেন, 'আমি বুঝলাম না আপনি কীভাবে এই প্রশ্নটা এখানে নিয়ে এলেন। আমি খালি আমার কাজটুকু করি।' এই কথা শুনে সাহিবা বলেন, 'আপনি এটা স্বীকার করেন তো?' উত্তরে প্যাট কামিন্স বলেন, 'হ্যাঁ, অবশ্যই ভারতে অনেক ভক্ত আছে আমার। ওরা সব পাগলের মতো ভক্ত। কিন্তু ওখানে গিয়ে অধিকাংশ সময়টাই টিমের সঙ্গে কেটে যায়। হোটেলেই থাকি। কখনও পরিবার সঙ্গে থাকে। তাই সেভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে না।'
এই বিষয়ে বলে রাখা ভালো এই পেসার ৩টি সিরিজে ১৭টি উইকেট নিয়েছেন। তাঁর অ্যাভারেজ ছিল ১৭.৬৪।