বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan Box Office Collection Day 4: ফাটিয়ে ব্যবসা, চতুর্থ দিনে দেশজুড়ে হাফ সেঞ্চুরি, বিশ্বব্যাপী কত আয় করল ‘পাঠান’

Pathaan Box Office Collection Day 4: ফাটিয়ে ব্যবসা, চতুর্থ দিনে দেশজুড়ে হাফ সেঞ্চুরি, বিশ্বব্যাপী কত আয় করল ‘পাঠান’

চতুর্থ দিনে কেমন ব্যবসা করল 'পাঠান'?

Pathaan Box Office Collection Day 4: চতুর্থ দিন অর্থাৎ শনিবার ছবির আয় ৫০.৫০ কোটি। অন্যদিকে চারদিনে বিশ্বব্যাপী মোট ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। দেশজুড়ে মোট ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি।

শুধু দেশেই নয়, গোটা বিশ্বে অপ্রতিরোধ্য ‘পাঠান’! দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরে ফিরেছেন বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। দেশের হিন্দি সিনেমার বক্স অফিসে ইতিহাস আগেই গড়েছেন। বিদেশেও ‘পাঠান ঝড়’। মাত্র চার দিনেই দেশজুড়ে এই ছবির আয় ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে ছবিটির আয় ৪০০ কোটি টাকা পাড় করেছে।

প্রথম দিনে দেশজুড়ে ৫৭ কোটি টাকা নেট উপার্জনের পর চতুর্থ দিন অর্থাৎ শনিবার ছবির আয় ৫০.৫০ কোটি। শুক্রবার ছবি ব্যবসা করেছিল ৩৮ কোটি। এরপর শনিবারে ছবির হিন্দি সংস্করণের টিকিট বিক্রি বেড়েছে ৪০ শতাংশ, ভারতের বাজারে যা ৫২ কোটির কাছাকাছি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা মুক্তি পায় প্রজাতন্ত্র দিবসের একদিন আগে, ২৫ জানুয়ারি।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, চারদিনে বিশ্বব্যাপী মোট ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। দেশজুড়ে মোট ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি। বিদেশে ১৬৪ কোটি টাকা আয় করেছে। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। আরও পড়ুন: 'রিক্সাওয়ালা' অভিনেত্রী সঙ্গীতা সিনহা এবার প্রযোজনায়, নিয়ে আসছেন 'ছায়াময়ী'

রবিবার দুপুরে তরণ আদর্শ অপর একটি টুইটে জানান, ‘নতুন করে ইতিহাস গড়েছে পাঠান.. চার দিনে তৃতীয়বার ৫০ কোটির গণ্ডি পার করেছে ছবি। নতুন রেকর্ড। বুধবার ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫০.৫০ কোটি আয় করেছে ছবি। বক্স অফিসে মোট ২১২.৫০ কোটি আয় করেছে ছবি’। নিজেরই ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পঞ্চম দিনের ব্যবসা ছাপিয়ে গিয়েছেন শাহরুখ।

শাহরুখের পাশাপাশি পাঠানে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম , আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। যশরাজ ফিল্মস দ্বারা প্রযোজিত এই অ্যাকশন ছবিতে ক্যামিও রোলে দেখা মিলেছে সলমনের। দেশ জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি। ‘পাঠান’-এর ব্যবসার প্রায় অর্ধেক এসেছে পিভিআর, আইনক্স, সিনেপোলিস থেকে।

আনুষ্কা শর্মা, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর এবং করণ জোহরের মতো অনেক তারকা পাঠানের বক্স অফিস রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল রেকর্ড ভাঙা। এই সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়েছিল ২০ জানুয়ারি। ক্রমবর্ধমান টিকিটের চাহিদার কারণে হল মালিকরা সকালের স্ক্রিনিং বাড়াতে বাধ্য হন। চার বছর পর বাদশার কামব্যাক পুরোদস্তুর সফল। শনিবার ও রবিবার সপ্তাহান্তে ‘পাঠান’-এর কালেকশন ভারতে এক লাফে অনেকখানি বেড়েছে বলাই যায়। 

 

 

বন্ধ করুন