বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan Box office Collection: বাংলা থেকে কত কোটির লক্ষ্মীলাভ শাহরুখের? বিশ্ব জুড়ে ৯০০ কোটি আয় পাঠানের!

Pathaan Box office Collection: বাংলা থেকে কত কোটির লক্ষ্মীলাভ শাহরুখের? বিশ্ব জুড়ে ৯০০ কোটি আয় পাঠানের!

জারি পাঠান সুমানি

Pathaan Box office Collection: ‘পাঠান’ সুনামি জারি রয়েছে বক্স অফিসে। শাহরুখ-দীপিকার ছবি বিশ্ব বক্স অফিসে ৯০০ কোটির গণ্ডি পার করে ফেলল, পশ্চিমবঙ্গ থেকে কত কোটি টাকা আয় করেছে ‘পাঠান’?

তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পশ্চিমবঙ্গে ‘পাঠান’ মুক্তি নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। ‘পাঠান’-এর জন্য ব্রাত্য হচ্ছে বাংলা ছবি, এমন অভিযোগ তুলেছিল টলিপাড়ার একটা অংশ। কিন্তু দর্শকদের রায় কিন্তু বলছে অন্য কথা। টলিউড ছবি যেখানে এক কোটির ব্যবসা করতেই হোঁচট খায়, সেখানে তুড়ি মেরে বাংলায় কোটি কোটি টাকা কামালো ‘পাঠান’।

এখনও পর্যন্ত চারটি মাত্র বাংলা ছবি ১০ কোটির গণ্ডি পার করেছে বক্স অফিসে, এটা সর্বকালীন রেকর্ড। তালিকায় তিনটি ছবি দেবের (আমাজন অভিযান, চাঁদের পাহাড় এবং প্রজাপতি), অন্যদিকে জিতের (বস ২)। টলিউডের এই দুই সুপারস্টারকে ১০ গোল দিলেন শাহরুখ খান। ‘পাঠান’ ছবি দু-সপ্তাহে বাংলায় ২৩.৫৪ কোটি টাকার নেট ব্যবসা করেছে। প্রথম সপ্তাহে এই আয় ছিল ১৮.৬৮ কোটি, দ্বিতীয় সপ্তাহে ৪. ৮৬ কোটি টাকা। যা একমাত্র ‘আমাজন অভিযান’ বাদে অন্য সকল বাংলা ছবির চেয়ে বেশি। বোঝাই যাচ্ছে বাঙালি দর্শক দু-হাতে লক্ষ্মী তুলে দিয়েছেন শাহরুখের হাতে। দক্ষিণে খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি শাহরুখ। কেরল-তামিলনাড়ু মিলিয়ে এই ছবির আয় মাত্র ১৩ কোটি টাকা। কিন্তু হিন্দি বলয়ের পাশাপাশি বাংলায় রমরমিয়ে চলছে ‘পাঠান’।

এখনও পর্যন্ত আয়ের নিরিখে বাংলায় অন্য ভাষার ছবির মধ্যে এগিয়ে রয়েছে বাহুবলী ২ (২৮.১৯ কোটি) এবং কেজিএফ ২ (২৩.৭০ কোটি)। বাহুবলী ২-এর রেকর্ড ভাঙাটা বেশ চ্যালেঞ্জিং হবে ‘পাঠান’-এর তবে কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে দেবেন শাহরুখ খান।

বিশ্ব বক্স অফিসের রিপোর্ট কার্ড বলছে ১৭দিনে এখনও পর্যন্ত ৯০০ কোটির বেশি গ্রস আয় করেছেন এই ছবি। যশ রাজ ফিল্মসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত শাহরুখ-দীপিকার ছবির ৯০১ কোটি টাকা, ভারতে এই ছবির গ্রস আয় ৫৫৮.৪০ কোটি টাকা। অন্যদিকে বিদেশে মোট ৩৪২ কোটি টাকা কামাই করেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। চিনের মার্কেট বাদ দিলে বাকি বিশ্বে সবচেয়ে বেশি টাকা আয় করা হিন্দি ছবি ‘পাঠান’।

শুক্রবার ভারতে ৫.৯০ কোটির ব্যবসা করেছে পাঠান। দেশের মার্কেটে এই ছবির নেট আয় ৪৬৪.৮০ কোটি টাকা। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। শাহরুখের কথায়, এই জঁর ছবি তৈরিতে সিদ্ধার্থ আনন্দ ওস্তাদ। এর আগে হৃতিক-টাইগারের স্পাই ফিল্ম ‘ওয়ার’ ছবিটিও পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ।

শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ‘জিরো’র ব্যর্থতার পর নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে তিনি দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। প্রসঙ্গত, গত ২৫ শে জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। 

 

বায়োস্কোপ খবর

Latest News

আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে বাসিন্দাদের কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত ‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ মোদীর জন্মদিনে নিরামিষ লঙ্গর আজমির শরীফে, প্রধানমন্ত্রীর জন্য করা হল প্রার্থনা পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ এই অস্থির সময়ে মা দুর্গার উপর ভরসা রাখুন, এখন থেকেই পাঠান শারদীয়ার শুভেচ্ছা ঐতিহাসিক চুক্তি! ঐতিহ্যশালী কাউন্টি ক্লাবের মালিকানা এল IPL ফ্র্য়াঞ্চাইজির হাতে মণিপুরে ঠিক কী সমস্যা হচ্ছে, জানালেন অমিত শাহ, আশাবাদী সমাধান সূত্র নিয়ে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.