বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan Box office early estimates day 3: দেশজুড়ে প্রায় ১৫০ কোটির ঘরে আয়, তৃতীয় দিনে বক্স অফিসে কতটা ঝড় তুলল ‘পাঠান’

Pathaan Box office early estimates day 3: দেশজুড়ে প্রায় ১৫০ কোটির ঘরে আয়, তৃতীয় দিনে বক্স অফিসে কতটা ঝড় তুলল ‘পাঠান’

তৃতীয় দিনে কত আয় পাঠানের?

Pathaan Box office early estimates collection Day 3: বিশেষজ্ঞের মতে, শুক্রবার সকাল এবং দুপুরের শোগুলি কিছুটা স্তিমিত ছিল। বিকেল ৫টার পর শোগুলি ধীরে ধীরে ভর্তি হতে শুরু করে। সিনেমা বাণিজ্য বিশ্লেষক অতুল মোহনের অনুমান, পাঠান তৃতীয় দিনে ৩০ কোটি টাকা আয় করতে পারে দেশজুড়ে।

বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। এই ছবি নিয়ে এক অন্য রকম উন্মাদনা ছিল এসআরকে ভক্তদের মধ্যে। ইতিমধ্যে বলিউড বক্স অফিসের দিকে নজর দিলে বলাই যায়, কাঙ্খিত সাফল্য এসেছে ছবির। 

নন-হলিডে'তে ছবি মুক্তি পেলেও দ্বিতীয় দিন ছিল জাতীয় ছুটি, প্রজাতন্ত্র দিবস। আর তার সঙ্গে আবার বাঙালিদের সরস্বতী পুজো। ফলে বিশেষজ্ঞরা আগেই ধরে নিয়েছিলেন, এ দিন বক্স অফিসের হিসেব রেকর্ড ব্রেক করতে পারে। শুক্রবারের ব্যবসাটাও গুরুত্বপূর্ণ ছিল নির্মাতাদের কাছে। আরও পড়ুন: BTS-কে পিছনে ফেলেছেন, ২০২২-এ ইউটিউবে সবথেকে বেশি গান বেজেছে, বিশ্বরেকর্ড অলকার

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশের বক্স অফিসে মোট ৬৮ কোটি টাকার ব্যবসা করেছে! অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি দেশে ২ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। ফলে দ্বিতীয় দিনে ‘পাঠান’-এর ঝুলিতে এসেছে মোট ৭০ কোটি ৫০ লক্ষ টাকা। ফলে দু-দিন মিলিয়ে এই ছবিটির মোট আয় এখন প্রায় ১২৭ কোটিতে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এই প্রথম কোনও হিন্দি ছবি মুক্তির দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করল। 

তৃতীয় দিনে বক্স অফিসে আয়ের হিসেবটা ঠিক কী? সিনেমা বাণিজ্য বিশ্লেষক অতুল মোহনের অনুমান, পাঠান তৃতীয় দিনে ৩০ কোটি টাকা আয় করতে পারে দেশজুড়ে। তিনি বলেছেন, ‘শুক্রবার সকাল এবং দুপুরের শোগুলি কিছুটা স্তিমিত ছিল। বিকেল ৫টার পর শোগুলি ধীরে ধীরে ভর্তি হতে শুরু করে। উদাহরণস্বরূপ, একটি বড় সিনেমা, দঙ্গল, প্রথম সোমবার (রিলিজের পর প্রথম কাজের দিনে) ২২ কোটি টাকা আয় করেছে। কিন্তু শেষ পর্যন্ত ৪০০ কোটির ঘরে ব্যবসা করেছে এই ছবি। এবার আমার মনে হয়, শনিবার (পাঠান কালেকশনের দিক থেকে) ৪০ কোটি ব্যবসা করবে। আর রবিবার মোটামুটি ৫০ কোটির ঘরে ব্যবসা করবে। অসাধারণ হবে'।

ছবিটি বিশ্বজুড়ে ৮০০০টি পর্দায় চলছে। এর মধ্যে ভারতের বাইরের ২৫০০টি সিনেমা হল আছে। বুধবার দিন ছবিটি মুক্তি পাওয়ার পর অতিরিক্ত টিকিটের চাহিদার কারণে মধ্যরাতের বেশ কিছু বাড়তি শো চালু করা হয়েছিল। অর্থাৎ, বিশেষজ্ঞদের আনুমানিক হিসেব বলছে, তৃতীয় দিনের কালেকশন ৩০ কোটির ঘরে হলে, শুক্রবার পর্যন্ত দেশজুড়ে মোট ১৫০ কোটি টাকার ব্যবসা করবে ‘পাঠান’।

বন্ধ করুন