বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan Script Writer on SRK- Salman Khan: ইগোর লড়াই নাকি? সলমন-শাহরুখের দৃশ্য নিয়ে ফাঁস গোপন তথ্য

Pathaan Script Writer on SRK- Salman Khan: ইগোর লড়াই নাকি? সলমন-শাহরুখের দৃশ্য নিয়ে ফাঁস গোপন তথ্য

দৃশ্যে শাহরুখ-সলমনকে সমান গুরুত্ব দিতে হয়েছে: পাঠানের সংলাপ লেখক

Pathaan Script Writer on SRK- Salman Khan: আব্বাস টায়ারওয়ালা পাঠান ছবির সংলাপ লিখেছেন। তিনি এই ছবির সংলাপ প্রসঙ্গে বলেন শাহরুখ খান এবং সলমন খানের স্টার পাওয়ারকে ব্যালেন্স করার জন্য তাঁকে যথেষ্ট খাটতে হয়েছে।

পাঠান ছবির একটি বিশেষ দৃশ্যে সলমন খানকে দেখা গিয়েছে। তিনি এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এই দুই তারকার দৃশ্যের ব্যাপারে মুখ খুললেন পাঠান ছবির সংলাপ লেখক আব্বাস টায়ারওয়ালা। তিনি জানান লেখক এবং পরিচালকদের রীতিমত পা মেপে মেপে চলতে হয়েছে, ভীষণ ব্যালেন্স করে এই দৃশ্য শ্যুট করা হয়েছে। তিনি জানান যেদিন এই দৃশ্য শ্যুট করা হয় সেদিন তিনি সেটে উপস্থিত ছিলেন।

এই ছবির সেই বিশেষ দৃশ্যের বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে আব্বাস বলেন, 'শাহরুখ এবং সলমন এই দৃশ্যে মারপিট করবেন শত্রুদের সঙ্গে। ফলে দুজনকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। শাহরুখ খানকে আপনি অবহেলা করতে করবেন না। আবার সলমন খান এই ছবিতে বিশেষ চরিত্র হিসেবে এসেছেন। ফলে তাঁর চরিত্রকে শাহরুখের নিচে রাখা যাবে না। দুজনকেই সমান গুরুত্ব দিতে হতো।'

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'ভারতের সব থেকে বড় তারকা হলেন তাঁরা দুজন। তাঁদের নিজেদের নিজেদের মতামত আছে। যতই তাঁরা ভালো বন্ধু হন না কেন যখন তাঁরা পর্দায় আসেন তখন তাঁরা একে অন্যের সংলাপের দিকে নজর দেন। তাঁরা দেখেন অপর জন কী সংলাপ বলছেন। তাঁরা দুজনেই সচেতন থাকেন যে তিনি নিজে কী সংলাপ বলছেন আর অপর জন কী বলছেন। কারণ তাঁরা জানেন আমি এটা বললে অপর জন কী বলতে পারেন।'

আব্বাস আরও বলেন যে সলমন খানের নিজের সংলাপ বলার ধরন আছে। তিনি কেমন ভাবে সংলাপ বলতে চান, তাতে কিছু যুক্ত করতে চান কিনা সেটা তিনি বোঝেন। তাঁর কথায়, 'সলমন পরিচালকদের বলেন আমি যদি আমার লাইনটা এভাবে বলি, বা জোকসটা এভাবে বলি? কিন্তু যদি পরিচালক বোঝেন যে উনি যেটা বলছেন সেটা দর্শক ধরতে পারবে না তখন তাঁকে সেটা রীতিমত বোঝাতে হয়। কনভিন্স করতে হয়।'

কিন্তু একই সঙ্গে তিনি এটা স্বীকার করে নেন যে যখন শাহরুখ খান বা সলমন খানের মতো কোনও অভিনেতা ঠিক করেন যে তাঁরা কোনও সংলাপ একটা নির্দিষ্ট ভাবে বলবেন তাহলে তাঁরা যতই সংলাপ বারবার ঠিক করে দিন না কেন ওঁরা নিজেদের মতো করেই বলবেন।

তবে শেষে আব্বাস জানান, পাঠানের মতো ছবি আসলে শাহরুখ খানের স্টারডম সেলিব্রেট করার ছবি। তবে এই ধরনের ছবি যা তাঁর স্টারডমের উপর ভিত্তি করে চলছে সেটা চাক দে ইন্ডিয়া বা স্বদেশের থেকে অনেকটা আলাদা। সেখানে চরিত্রটাই বড়। ফলে সেসব ছবিতে অভিনেতা স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ বলেন।

বন্ধ করুন