বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan release live updates: মুক্তি পেল ‘পাঠান’, কেমন লাগছে দর্শকের? প্রথম দিনেই কি ৫৬ কোটি? জানুন এখানে
মুক্তি পেল ‘পাঠান’

Pathaan release live updates: মুক্তি পেল ‘পাঠান’, কেমন লাগছে দর্শকের? প্রথম দিনেই কি ৫৬ কোটি? জানুন এখানে

Pathaan release live updates: মুক্তি পেল ‘পাঠান’। গোড়া থেকে অনুরাগীদের বিরাট উচ্ছ্বাস। কী কী ঘটছে সারা দিনে? জেনে নিন সরাসরি।

সারা দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই দর্শকদের ভিড় আর ভক্তদের উচ্ছাস এই ছবি নিয়ে। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর, যা শাহরুখ খানের অনুরাগীদের মন ভালো করে দিতে পারে। 

25 Jan 2023, 01:15:15 PM IST

প্রথম দিনেই কি ৫৬ কোটি?

‘পাঠান’ জ্বরে কাঁপছে গোটা দেশ। বিপুল সাড়া অনুরাগীদের। আর সেই কারণেই বলিউড বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারে এই ছবি। 

25 Jan 2023, 12:35:00 PM IST

আলিয়া ভাট কী বললেন

কোনও ছবি নিয়ে এর আগে এত উত্তেজিত হননি। দাবি আলিয়া ভাটের। তার সঙ্গে ‘পাঠান’-এর জন্য শুভেচ্ছাবার্তাও পাঠালেন অভিনেত্রী। 

25 Jan 2023, 10:04:44 AM IST

প্রকাশ্যে এল স্ক্রিনিংয়ের ছবি

যশরাজের স্ক্রিনিংয়ের ছবি প্রকাশ্যে এল। 

25 Jan 2023, 09:42:14 AM IST

বিশ্ব হিন্দু পরিষদ তুলে নিল ‘বয়কট’ ডাক

‘আমাদের আগের আপত্তি শোনার পরে সিনেমাটিতে যে যে পরিবর্তন করা হয়েছে, তা একদম সঠিক। সিনেমাটি দেখার পরে আমরা যদি আবার কিছু সমস্যার পাই, তাহলে আপত্তি করব।’ এই মন্তব্য করে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তুলে নেওয়া হল ‘বয়কট’ ডাক। 

25 Jan 2023, 09:35:18 AM IST

এরই মধ্যে হাজির সলমন খানও

‘পাঠান’ দেখানোর আগেই মুক্তি পেল সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির টিজারও। তা নিয়ে উচ্ছ্বাস দর্শকমহলে। 

25 Jan 2023, 09:33:08 AM IST

ভক্তরা বলছেন, অনবদ্য

সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট আসছে। ‘পাঠান’ সম্পর্কে অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ। দীপিকা আর জন আব্রাহামও নাকি দুর্দান্ত অভিনয় করেছেন। 

25 Jan 2023, 09:31:44 AM IST

ছবি দেখতে হাজির দীপিকা

মঙ্গলবার রাতে যশরাজ ফিল্মসের তরফে আয়োজন করা হয়েছিল ছবির স্ক্রিনিংয়ের। সেখানে ছিলেন দীপিকা এভং শাহরুখ-সহ আরও অনেকে। 

25 Jan 2023, 09:28:44 AM IST

ভক্তদের ভিড় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য

সারা দেশে বুধবার মুক্তি পেয়েছে ‘পাঠান’। মুম্বই, দিল্লি, কলকাতা-সহ দেশের সব বড় শহরেই চলছে উন্মাদনা। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সিনেমা হলে হাজির হয়েছেন দর্শক।

বন্ধ করুন