‘পাঠান’ ছবির গান নিয়ে যেন বিতর্ক থামবার নাম নেই। গানের দৃশ্যায়নে দীপিকার উত্তেজক পোশাক দেখে মাথা ভোঁ ভোঁ করছে অনেকের। বিশেষত গানের বেশকিছু অংশে গেরুয়া বিকিনিতে দেখা মিলেছে নায়িকার, সেই নিয়ে চটেছেন গেরুয়া শিবিরের মানুষজন। এই ছবি বয়কটের ডাকে সরব হয়েছেন মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র্রের বিজেপি নেতা-মন্ত্রীরা।
‘বেশরম রং’ নিয়ে গেল গেল রব, চারিদিকে বিতর্ক আর ঘৃণা। হিন্দুত্ববাদী নেতাদের পাশাপাশি বলিউডের অন্দরের লোকজনও দীপিকার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই গানকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে ‘শক্তিমান’ মুকেশ খান্না এমনটাও বলেছেন- ‘আজকে এই স্বল্প পোশাকে দেখা যাচ্ছে। এর পর পোশাক ছাড়াই প্রকাশ্যে আসবে!’ কিফের মঞ্চ থেকে ‘পাঠান’ বিতর্ক নিয়ে পরোক্ষভাবে জবাব দিয়েছিলেন শাহরুখ। এবার ‘বেশরম রং’ গুঁতো নিয়ে মুখ খুললেন গায়িকা ক্যারালিসা মন্টেরিও।
বিশাল-শেখরের কম্পোজ করা এই গানটিতে গলা মিলিয়েছেন ক্যারালিসা মন্টেরিও। দীপিকার পোশাক বিতর্ক নিয়ে গায়িকা বলেলন, ‘আমাদের দেশে আরও অনেক জ্বলন্ত বিষয় রয়েছে, যেগুলোর দিকে দৃষ্টি দেওয়া দরকার। একটা কাল্পনিক ছবির নায়িকার পোশাক নিয়ে এত জলঘোলা করে কী লাভ? তা আমার মাথায় ঢুকছে না’।
‘বেশরম রং’ গানের সুর চুরি করা, এমন অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি ফরাসি সঙ্গীতশিল্পী জাইন এর ‘মকেবা’ গানটির সুর হুবহু টুকে দিয়েছেন বিশাল-শেখর। সেই প্রসঙ্গে গায়িকার বক্তব্য, ‘জাইনকে আমি চিনি না। নামই জানি না। এই গানটির সুরকার বিশাল–শেখরের সৃষ্টি। তাছাড়া একজন শিল্পী তো অন্যের থেকে অনুপ্রাণিত হয়েই থাকেন।’
প্রসঙ্গত, আগামী বছর ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ-দীপিকার পাঠান। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জন আব্রাহাম।