বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan Box office collection: তৃতীয় রবিবার লাফিয়ে বাড়ল আয়, ১০০০ কোটির দোরগোড়ায় ‘পাঠান’,ইতিহাস লিখবেন শাহরুখ?

Pathaan Box office collection: তৃতীয় রবিবার লাফিয়ে বাড়ল আয়, ১০০০ কোটির দোরগোড়ায় ‘পাঠান’,ইতিহাস লিখবেন শাহরুখ?

পাঠানের অপ্রতিরোধ্য দৌড়

Pathaan Box office collection: আমির খানের সিংহাসনে থাবা বসাতে পারবেন শাহরুখ? দঙ্গলের পর দ্বিতীয় বলিউড ছবি হিসাবে ১০০০ কোটির ক্লাবে ঢোকবার হাতছানি কিং খানের সামনে। 

১২ দেশের পুলিশ নয়, বরং বলা ভালো পৃথিবীর সব দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বলিউড প্রেমীরা আপতত শাহরুখ খানকেই খুঁজছেন! তাই তো বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কিং খানের ‘পাঠান’। মুক্তির তৃতীয় রবিবারে ‘পাঠান’-এর যা কামাইয়ের অঙ্ক তা বহু স্টারের ছবির ওপেনিং ডে'র কালেকশন হয় না! শনিবারের চেয়েও বাড়ল এই স্পাই ফিল্মের কালেকশন। রবিবাসরীয় বক্স অফিস থাকল শাহরুখ-দীপিকাদের একচেটিয়া দখলে। এদিন ১২.৬০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘পাঠান’-এর। সোমবরাই ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ ৪৭৫ কোটির গণ্ডি পার করে ফেলবে।

এদিন টুইট বার্তায় তরণ আদর্শ দেশের বক্স অফিসের হাল হাকিকত জানান। তিনি লেখেন, ‘পাঠান এক্কেবারে অপ্রতিরোধ্যা…. সপ্তাহান্তে এই ছবি আবারও কামাল করেদেখালো। তৃতীয় সপ্তাহান্তেও ২৯+ কোটির ব্যবসা। আজ (সোমবার) ৪৭৫ কোটির গণ্ডি পার করে ফেলবে এই ছবি। দ্রুত এগোচ্ছে ৫০০ কোটির দিকে’।

পাশাপাশি এই ট্রেড অ্যানালিস্ট আরও জানান, ছবির তামিল ও তেলুগু ডাবড ভার্সন এখনও পর্যন্ত মোট ১৭.২০ কোটির ব্যবসা করেছে। সব মিলিয়ে দেশের বক্স অফিসে পাঠানের কালেকশন ৪৮৯.০৫ কোটি টাকা। সুতরাং ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে খুব বেশি দূরে নেই শাহরুখ-দীপিকারা

এখনও পর্যন্ত ভারতে সব থেকে বেশি টাকা কামানো হিন্দি ছবি ‘বাহুবলী ২’-এর হিন্দি ডাবড ভার্সন। প্রভাস-এস এস রাজামৌলি জুটির এই ছবির আয় ছিল ৫১১ কোটি টাকা। এই গতিতে চলতে থাকলে সেই রেকর্ড ভেঙে দেবেন শাহরুখ। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী সলমন-আমিরের চেয়েও অনেকখানি এগিয়ে যাবে বলিউডের এই খান। 

রবিবার বিশ্ব বক্স অফিসে এই ছবির কালেকশন ২২ কোটি টাকা। সব মিলিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ‘পাঠান’-এর গ্রস আয় ৯৪৬ কোটি টাকা, সুতরাং ৯৫০ কোটির মাইলস্টোন সোমবারই হেলায় পার করবে ‘পাঠান’। এখন প্রশ্ন হল, ১০০০ কোটির ক্লাবে কি প্রবেশ করতে পারবে এই ছবি? এখনও পর্যন্ত চারটি ভারতীয় ছবি এই মাইলস্টোন ছুঁতে পেরেছে। আমিরের ‘দঙ্গল’, প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’। ভারতের পাঁচ নম্বর এবং বলিউডের দ্বিতীয় ছবি হিসাবে শাহরুখ খান এই ম্যাজিক ফিগার ছুঁতে পারেন কিনা সেটা বড় প্রশ্ন।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ‘জিরো’র ব্যর্থতার পর নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে তিনি দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। প্রসঙ্গত, গত ২৫ শে জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’।

 

বন্ধ করুন