বাংলা নিউজ > বায়োস্কোপ > Hiya Dey: ‘পটল তো পেকে গেল’, হট প্যান্টে ছাদের উপর উদ্দাম নাচ, কুৎসিত ট্রোলের মুখে হিয়া

Hiya Dey: ‘পটল তো পেকে গেল’, হট প্যান্টে ছাদের উপর উদ্দাম নাচ, কুৎসিত ট্রোলের মুখে হিয়া

ট্রোলড হিয়া 

মনে আছে সেই ছোট্ট পটলকে? নেটমাধ্যমে এখন ঝড় তুলছে সেই শিশুশিল্পী, জমিয়ে চলছে সমালোচনাও। 

নিজের সারল্য, অভিনয় আর মিষ্টতা দিয়ে দর্শকদের মন দিতে নিয়েছিল স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’। তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল, যে হিন্দিতে রিমকে হয় এই সিরিয়ালের। সিরিয়াল শেষ হওয়ার পরেও বেশকিছু জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন হিয়া। তবে পটলের ইমেজ এখনও ভাঙতে পারেননি এই কিশোরী।

সোশ্যাল মিডিয়াতে ব্যাপক অ্যাক্টিভ ১৩ বছরের এই অভিনেত্রী তা বলাই বাহুল্য। তাঁর অনুরাগীর সংখ্যাও অগুনতি। তবে ইনস্টাগ্রামে রিলস ভিডিয়ো বানিয়ে বরাবরই রোষের মুখে পড়েন হিয়া। কটূক্তিতে ভরে যায় তাঁর কমেন্ট বক্স। সাহসী পোশাকে ছবি দিলে বা একটু আবেদনমূলক গানে নাচ করলেই নেটিজেনরা রে রে করে তেড়ে আসে। ঠিক তেমনটাই ঘটল হিয়ার সাম্প্রতিক রিলস ভিডিয়োকে ঘিরে।

কালো হট প্যান্ট আর সাদা-কালো টি-শার্টে ছাদের উপর লেন্সবন্দি হলেন হিয়া। কখনও ‘চিটিয়া কলাঁইয়া’তে সুরে তো কখনও ভাইরাল ট্রেন্ডে পা মেলালেন। আর এই দেখেই চটেছে নীতি পুলিশরা। কারুর সাজেশন, ‘তোমার পড়াশোনায় মন দেওয়া উচিত’। কেউ লিখেছেন, ‘পটল তো পুরো পেকে গেছে’। কেউ আবার তাঁকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই ‘পাকা পটল’ বলে কটাক্ষ করেছে হিয়াকে। যদিও হেটার্সদের পাত্তা দেয় না এই খুদে তারকা।

মাস কয়েক আগেই স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছে হিয়া। পাশাপাশি রুপোলি সফরও শুরু করে ফেলেছে ‘পটল’। অংশুমান প্রত্যুষ ‘নির্ভয়া'য় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে। ছবিতে গণধর্ষণের শিকার হওয়া এক অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় দেখা মিলেছিল হিয়ার। 

শুধু অভিনয় নয়, বড় হয়ে ক্যামেরার পিছনে কাজ করতে চায় হিয়া। উচ্চ মাধ্যমিকের পর ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে বিদেশে যেতে চায় সে।

বন্ধ করুন