বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol 12: বাঙালি কন্যে অরুণিতা কাঞ্জিলাল ‘বিশেষ বন্ধু’! পবনদীপের কথায় খুশির জোয়ার মঞ্চে

Indian Idol 12: বাঙালি কন্যে অরুণিতা কাঞ্জিলাল ‘বিশেষ বন্ধু’! পবনদীপের কথায় খুশির জোয়ার মঞ্চে

পবনদীপ-অরুণিতা (ছবি-ইনস্টাগ্রাম)

তবে কি মনের কথা বলেই দিলেন পবনদীপ?

‘ইন্ডায়ান আইডল ১২’র মঞ্চে সবচেয়ে চর্চিত দুই প্রতিযোগী বণগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন। নিজেদের গায়িকি দিয়ে মন জয় করার পাশাপাশি, তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনাও এবারের সিজনে চুটিয়ে উপভোগ করেছেন দর্শক।আর এসবের মাঝেই পবনদীপ মেনে নিলেন অরুণিতা তাঁর ‘বিশেষ বন্ধু’।

এই রিয়েলিটি শো-র আগামী এপিসোডে দেখা যাবে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকছেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। পালন করা হবে ‘দোস্তি স্পেশ্যাল’ এপিসোড। পবনদীপ রাজনের গাওয়া ‘তু মিলে দিল খিলে’ ও ‘তু হি রে’ মন জয় করে নেবে সকলের। তাঁর গানে মুগ্ধ হয়ে কথা হারাবেন কুমার শানুও। এরপরই কুমার শানু পবনদীপকে জিজ্ঞাসা করেন, ‘এই যে আমরা আজ বন্ধুত্বের দিন উদযাপন করছি, তোমারও নিশ্চয়ই অনেক বন্ধু আছে? এখানে কত বন্ধু আছে তোমার? কোনও বেস্ট ফ্রেন্ড? কোনও বিশেষ বন্ধু? যে তোমাকে এই গান গাইতে অনুপ্রেরণা দিয়েছে?’

অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন।
অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন।

যার উত্তরে লাজুক স্বরে পবনদ্বীপ জানান, ‘এখানে সবাই আমার বন্ধু। তবে এর মধ্যে অরুণিতা আমার বিশেষ ভালো বন্ধু’। এরপর কুমার শানু পবনদীপকে বলেন কারও হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিতে, যাকে সে বন্ধু হিসেবে সব থেকে বেশি ভালোবাসে। আর তখনই সে মঞ্চে ডাকে অরুণিতাকে। পরিয়ে দেয় বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত এই ফ্রেন্ডশিপ ব্যান্ড। আর সে সময় কুমার শানুকে গাইতে শোনা যায় ফেমাস বলিউড নম্বর ‘লড়কি বড়ি আনজানি হ্যায়’। যা মুগ্ধ করে সেখানে উপস্থিত সকলকেই।

বন্ধ করুন