বড় পর্দায় সব্যসাচী চৌধুরী ফিরছেন 'সাধক বামাক্ষ্যাপা' রূপে। সেই খবর এফভিএফ এবং হইচইয়ের 'গল্পের পার্বণ ১৪৩২' অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। জানেন এই ছবিতে 'মা তারা'-এর ভূমিকায় কাকে দেখা যাবে জানেন?
আনন্দবাজার ডট কমের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই ছবিতে মা তারার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পায়েল দেকে। এর আগেও পায়েলকে দর্শকরা 'রামপ্রসাদ' ধারাবাহিকে মা কালীর ভূমিকায় দেখেছেন। তাছাড়াও দর্শকরা দেবী দুর্গা ও দেবীর নানা রূপে নানা ধারাবাহিকে পায়েলকে পর্দায় দেখেছেন। এবার তাঁকে বড় পর্দায় দেবী তারা রূপে দেখা যাবে। এই প্রসঙ্গে পরিচালক আনন্দবাজার ডট কমকে বলেন, ‘পায়েল বিভিন্ন ধারাবাহিকে একাধিক বার দেবী হয়েছেন। ওঁকে এই বিশেষ ভূমিকায় মানায় ভাল।’ এ ছাড়া, সাধকের বাবার চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'পারিশ্রমিক কমিয়ে…', দীপিকার ৮ ঘন্টা কাজ করার দাবি প্রসঙ্গে মুখ খুললেন বিক্রান্ত!
প্রসঙ্গত, এর আগে সব্যসাচী চৌধুরীকে ছোট পর্দায় দর্শকরা 'বামাক্ষ্যাপা' রূপে ‘মহাপীঠ তারাপীঠ’-এ দর্শকরা দেখেছেন। ২০২২-এর ফেব্রুয়ারিতেই শেষ সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় মেগা 'মহাপীঠ তারাপীঠ'।

আরও পড়ুন: জন্মদিনের আগে ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট করলেন রণবীর, মুছলেন ডিপিও! ব্যাপার কী?
ছবির ঘোষণা হতে অভিনেতা হিন্দুস্তান বাংলাকে বলেছিলেন, 'গত কয়েক মাস ধরে ছবি চিত্রনাট্য নিয়ে আমরা কাজ করছিলাম। একদম প্রথম দিন থেকে এই প্রোজেক্টের সঙ্গে আমি যুক্ত। অবশ্যই খুব ভালো লাগছে। আশাকরি খুব তাড়াতাড়ি আমরা ছবিটা নিয়ে দর্শকদের কাছে আসতে পারব। তাঁদের আশাকরি ভালো লাগবে।'
তখন তিনি আরও বলেন, 'ছোট পর্দা আর বড় পর্দা দুটো মাধ্যম তো সম্পূর্ণ আলাদা। ছোট পর্দার ক্ষেত্রে হয়তো গল্পের খাতিরে অনেক সময় অনেক কিছু বাড়িয়ে দেখানো হয়। ছবির ক্ষেত্রে যতটা সম্ভব রিলেটেবল ভাবে বিষয়টাকে ফুটিয়ে তোলা হবে। বেশ কিছু পরিবর্তন তো করতেই হয়েছে। তুলনামূলক ভাবে ছবির ক্ষেত্রটা একটু কঠিন কারণ বেশ কিছু জায়গায় চরিত্রটার একটু টোন ডাউন করতে হবে। তবে সেটা কাজটা যখন করতে শুরু করব আরও ভালো করে বোঝা যাবে।'