প্রথমে অস্কার, তারপর গোল্ডেন গ্লোব, একের পর এক আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে ভারতের নাম গর্বিত করেছে। বড় পর্দার পাশাপাশি সিনেমাটি এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। এই সবকিছুর মধ্যেই এবার বড় ঘোষণা করলেন পায়েল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পায়েল বলেন, ‘আমি আগামী সিনেমার চিত্রনাট্য লেখা শুরু করে দিয়েছি। হয়তো খুব তাড়াতাড়ি এই পদক্ষেপ নিলাম, কিন্তু এরপর শুরু করলে আরও বেশি দেরি হয়ে যাবে। মূলত মুম্বইকে ঘিরেই এই সিনেমাটি তৈরি হবে। তবে শুধু একটি সিনেমা নয়, মোট তিনটি সিনেমা তৈরি করার ইচ্ছা আছে। ঠিকই ধরেছেন, একটি ট্রিলজি তৈরি করার ইচ্ছা আছে আমার।’
আরও পড়ুন: রাজুদাকে কি অপছন্দ একেন বাবুর? পোস্টের ক্যাপশনে কাকে নিশানা অনির্বাণের
আরও পড়ুন: রাজনীতিতে আসতে ইচ্ছুক! কী জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী?
অস্কার ও গ্লোব প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরস্কার গুলি জিততে পারলে হয়তো অনেক ভালো হত, কিন্তু তার মানে এই নয় আমি খুশি নই। মনোনীত হওয়াও অনেক বড় ব্যাপার। তবে বেশ কয়েকটি পুরস্কারে পুরস্কৃত হয়েছি, তাই ভীষণ ভালো লাগছে। ভাবতে পারিনি এই সিনেমাটি তৈরি করতে পারব, সিনেমাটি তৈরি করতে পেরেছি, মানুষের ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক।’
অস্কার কমিটির প্রধান জাহ্নু বড়ুয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সিনেমাটি প্রযুক্তিগতভাবে খুব খারাপ বলে তিনি অভিহিত করেছেন। এই মন্তব্যের কারণ কি আমি ঠিক জানি না। পরে যখন ওঁর সঙ্গে দেখা হবে নিশ্চয়ই একবার জিজ্ঞাসা করে নেব।’
আরও পড়ুন: রক্তের টান! কিরণের কথাতেও ধূমপান ছাড়েননি, কার জন্য সিগারেট না ছোঁয়ার মানত করলেন আমির খান?
আরও পড়ুন: ম্যাসিভ হার্ট অ্যাটাক! সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টিকু তালসানিয়া
অস্কার এবং গ্লোব পুরস্কার জিততে না পারলেও ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে গ্রান্ড প্রিক্স জিতেছিল এই সিনেমাটি। শুধু তাই নয়, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেলের সেরা আন্তর্জাতিক ফিচার জিতেছে এটি। এছাড়াও গথাম অ্যাওয়ার্ড ২০২৪ জয়ী হয়েছে সিনেমাটি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও ২০২৪ সালের সেরা সিনেমার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এই সিনেমাটিকে।