গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিল কোনও ভারতীয় ছবি। আর সেই ছবি হল কিনা একজন মহিলা পরিচালকের। পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাস লাইট হল সেই ছবি। বৃহস্পতিবার এটি প্রথমবার প্রদর্শিত হল তাও কান চলচ্চিত্র উৎসবে। আর তাতেই দারুণ সাড়া পেল। আন্তর্জাতিক মানের দর্শকরাও মুগ্ধ হয়েছেন তাঁর কাজে। ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি।
আরও পড়ুন: ভূস্বর্গে রোম্যান্টিক নয়, বরং বলিউডি মুডে রাতুল - রূপাঞ্জনা, ছেলেকে সঙ্গে নিয়ে নাচলেন কোন গানে?
এই ছবিটি এদিন ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেল। এবারের এই চলচ্চিত্র উৎসবে এটাই সবথেকে বেশি সময় ধরে পাওয়া স্ট্যান্ডিং ওভেশন যা কোনও ছবি পেল।
পায়েল কাপাডিয়া প্রথম ভারতীয় মহিলা পরিচালক যাঁর ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হল। একই সঙ্গে ভারতীয় প্রযোজনায় তৈরি হওয়া এটাই প্রথম ছবি যা গত ৩০ বছরে এই প্রতিযোগিতায় অংশ নিল।
আরও পড়ুন: বাংলার মেয়ে হয়েও বলিউড কাঁপাচ্ছেন অদৃজা, একটার পর একটা মেগায় সুযোগ! বললেন, ‘আমি ভীষণ খুশি’
মুম্বইয়ে গরমের সময় টানা ২৫ দিন শ্যুট করা হয়েছে ছবিটি বিরত রত্নাগিরিতে বর্ষার সময় আরও ১৫ দিন ধরে শ্যুট করা হয়। এই ছবির গল্পে উঠে আসবে দুই মহিলার কথা, একজন হল প্রভা যিনি কিনা মুম্বইয়ের নার্স। আরেকজন অনু যিনি কিনা প্রভার রুমমেট। তাঁদের দুজনের সঙ্গে তাঁদের সঙ্গীদের কথা ধরা পড়েছে এই ছবিতে।