দুই বউকে নিয়ে সংসার, তাও আবার এক ছাদের তলায়। তাই ইউটিউবার আরমান মালিককে নিয়ে লোকজনের কৌতুহলের অন্ত নেই। আর সেই আরমানই যখন দুই বউকে নিয়ে Bigg Boss OTT ঘরে হাজির হলেন, তাঁদের নিয়ে শুরু হয় জোর চর্চা। এই রিয়েলিটি শোয়ের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন আরমান-পায়েল-কৃতিকা।
বিগ বসের ঘরে শুরু থেকে স্বামী আরমান, আর একসময়ের প্রিয় বান্ধবী থেকে বদলে যাওয়া সতীন কৃতিকাকে নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন পায়েল মালিক। তবে প্রথম সপ্তাহেই বিগ বসের ঘর থেকে ভোট আউট হয়েছেন পায়েল। আর বিগ বস থেকে বাদ পড়েও ফের চর্চায় সেই আরমানের 'প্রথম বউ' পায়েল। থুড়ি, পায়েল কিন্তু আরমানের প্রথম বউ মোটেও নন। শোনা যাচ্ছে, পায়েলের আগেও নাকি একবার বিয়ে করেছিলেন এই আরমান মালিক। আর সেই হিসাবে পায়েল দ্বিতীয় আর কৃতিকা আরমানের তৃতীয় বউ।
স্বভাবতই আরমানের তিন বিয়ে নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে, তাতেও সরব হয়েছেন পায়েল। ঠিক কী বলেছেন তিনি?
আরমানের প্রথম বিয়ে নিয়ে পায়েল বলেন, ‘প্রথম বিয়েটা আরমানের নাবালক বয়সে হয়েছিল। ওই বউ-এর নাম ছিল সন্দীপ। ‘অ্যায়সা কুছ ভি নেহি হ্যায়, মেরি শাদি সে আগে উনকা ইতিমধ্যেই ডিভোর্স হো গয়া থা অউর ও এক বাল্যবিবাহ থি জো হরিয়ানা সাইড মে হো জাতি হ্যায়। আনকে ডিভোর্স কে বাদ হি মেরি শাদি হুই। ১৮ সাল সে আগে হামারে হরিয়ানা সাইড মে কর দেতে হ্যায় শাদি। (এটা তেমন কিছু নয়। কারণ আমার বিয়ের আগেই আরমানের ডিভোর্স হয়ে গিয়েছিল। আর ওটা ছিল একটা বাল্যবিবাহ, যা সাধারণত হরিয়ানার দিকে ঘটে থাকে। ডিভোর্সের পরই আমি ওকে বিয়ে করি। ১৮ বছরের আগেই হরিয়ানার দিকে অনেকের বিয়ে দিয়ে দেওয়া হয়।’
পায়েল আরমানের প্রথম বউ সম্পর্কেবলেন, ‘পয়সা সব উসে দে চুকে হ্যায় অউর ইতিমধ্যেই দুসরি শাদি কর চুকি হ্যায়। অভি উ হ্যাপি ম্যারিড হ্যায়, সুকে শায়াদ বাচ্চা ভি হো চুকে হ্যায়। তো ও খুশ হ্যায় আপনি শাদি মে (ওই মেয়েই ইতিমধ্যে টাকা পয়সা দেওয়া হয়েছে এবং তিনিও বিবাহিত এবং সুখী। ওঁরও সেই দ্বিতীয় বিয়ে থেকে বাচ্চাও হয়ে গিয়েছে। উনিও দাম্পত্য জীবনে সুখেই আছেন।’
বিগ বস ওটিটি
এদিকে Bigg Boss-এর ঘটে যে পায়েল, স্বামী আরমান ও কৃতিকাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তিনি অবশ্য এখন বিগ বস থেকে বের হয়ে ভোল বদলে ফেলেছেন। পায়েলের দাবি, ‘আপনারা অনেকেই আমাকে কাঁদতে দেখে অনেক কথা বলেছেন। কিন্তু আমি সেই সময় কেঁদেছিলাম, কারণ আরমানজিকে ছেড়ে চলে যাওয়া আমার ঠিক হয়নি। ওই সময়টা আমাদের ৩জনের জন্যই খুব কঠিন ছিল। এখনও ভাবলে আমাদের সবার চোখে জল চলে আসে।'
পায়েলের কথায়, ‘গোলুর (কৃতিকার ডাক নাম) ভুল হয়েছে। আমারও ভুল হয়েছে। আমিও সেভাবে স্পষ্টভাবে বাধা দেইনি। সে যা হওয়ার হয়ে গিয়েছে। আমি এখন আমার পরিবারকে নিয়ে খুব খুশি। আপনারা ভাববেন না আমি ভিক্টিম। আমার সঙ্গে যা হয়েছে ভুল। দেখুন ভারতে এমন অনেক পুরুষ আছে যারা ২বার বিয়ে করেছে। আরমান প্রথম এই কাজ করেছে, এমন একেবারেই নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি, ভ্লগস বানিয়েছি তাই লোক জেনেছে আরমানজির দুই বিয়ে।’