বিগ বস OTT শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই হাউজ থেকে বাদ পড়েন পায়েল মালিক। এবার তিনি জানিয়ে দিলেন যে তিনি আর আরমান মালিকের সঙ্গে থাকতে চান না। ডিভোর্স চান। স্বামীর এই বহুগামিতা তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি এবং তাঁর পরিবার অনবরত ঘৃণার শিকার হচ্ছেন বলেও জানান।
কী বলেছেন পায়েল?
শুক্রবার ১৯ জুলাই একটি ব্লগ শেয়ার করেন পায়েল মালিক। সেখানে তিনি বলেন, 'অনেক নাটক হয়ে গিয়েছে। আর নেওয়া যাচ্ছে না। যতক্ষণ বিষয়টা আমায় নিয়ে ছিল এক রকম ছিল। এখন এই ঘৃণার শিকার হচ্ছে আমার সন্তানরা। এটা অত্যন্ত শকিং এবং বিরক্তিকর। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আরমানের থেকে আলাদা হয়ে যাব। ও কৃতিকার সঙ্গে থাকতেই পারে, কিন্তু আমি সন্তানদের আমার কাছে রাখব।'
তিনি এদিন আরও বলেন, 'আমি জানি গোলু হয়তো জায়েদকে ছাড়া থাকতে পারবে না। তাই ও (কৃতিকা) ওকে রাখতে পারে। কিন্তু আমি আমার সঙ্গে আমার তিন সন্তানকে নিয়ে যাব। ওর এই বহুগামিতা নিয়ে মানুষ খুশি নয়। আর ঘৃণা নিতে পারছি না আমি। আমার কষ্ট হচ্ছে। হয় আমরা তিনজনই আলাদা হবো। নইলে আমরা দুজন। বা আমি একাই আলাদা হয়ে যাব। এভাবে চলতে পারে না। আমি কখনও এই ঘৃণা সহ্য করিনি। এত ট্রোল্ড হইনি। এত গালাগালি খাইনি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এসবের শিকার আমার সন্তানরা হবে না।'
আরও পড়ুন: 'সাহস থাকলে...' হাসিনের সঙ্গে সুখের হয়নি বিয়ে, সানিয়াকে সত্যিই কি বিয়ে করছেন শামি? কী জানালেন?
এই বছরের বিগ বস OTT তে দুই স্ত্রীকে নিয়ে অংশ নিয়েছিলেন ইউটিউবার আরমান মালিক। কিন্তু পায়েল কয়েকদিনের মধ্যেই বাদ পড়ে যান। এরপর একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে বিগ বস হাউজের আলো নিভতেই রাতে আঁধারে রগরগে যৌনতায় মাততে দেখা যায়। তারপরই পায়েল জানান যে তিনি আরমানকে ডিভোর্স দিতে চান।