এবারের মহালয়ার পূণ্যপ্রভাতে অন্যান্যবারের মতোই এবারেও বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দিনী, তথা প্রভাতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে। সেখানেই উঠে আসবে দেবীর বিভিন্ন রূপের কথা। বাদ যাচ্ছে না OTT মাধ্যমও। কোথাও কোয়েল মল্লিক, কোথাও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোথাও রাজনন্দিনী পাল দুর্গা হচ্ছেন। আর এঁদের মাঝেই দেবী দুর্গা হয়ে ধরা দিতে চলেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা নৃত্যশিল্পী পায়েল বসাক। কিন্তু কোন চ্যানেলে?
আরও পড়ুন : 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!
আরও পড়ুন : সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল - অনিকেতরা - দেবাশিস! নিমেষে ভাইরাল হল পোস্ট
কী জানা গেল?
অন্যান্য চ্যানেলে যেখানে খ্যাতনামা অভিনেত্রীদের দাপট দেখা যাবে সেখানেই টিভির পর্দায় আত্মপ্রকাশ করবেন পায়েল বসাক, তাও দেবী দুর্গার রূপে। সান বাংলার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানেই দেবী দুর্গা হিসেবে দেখা যাবে পায়েলকে। কিন্তু কীভাবে এই সুযোগ আসে তাঁর কাছে?
আরও পড়ুন : 'প্রশাসনের গালে চটি'! জুনিয়র ডাক্তারদের ধর্নায় 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
এই বিষয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পায়েল জানিয়েছেন, ' আমার আর দ্বৈপায়নের (পায়েলের স্বামী এবং নৃত্যশিল্পী) ইউটিউব চ্যানেল আছে। আমরা মহিষাসুরমর্দিনী করার পরিকল্পনা করেছিলাম। যখন আমাদের চ্যানেল থেকে কয়েকটা প্রোমো বেরোল তখন সান বাংলার তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। শুনেই রাজি হয়ে যাই।'
কিন্তু অভিজ্ঞতা কেমন পায়েলের? এই বিষয়ে পর্দার হবু দুর্গা জানান, 'নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। দুর্গার সাজে যখন শ্যুটিং চলছিল মনে হচ্ছিল আমি যেন আর দুর্গা নই। দারুণ এক অভিজ্ঞতা। অনেক আশীর্বাদ থাকলে এমন সুযোগ পাওয়া যায়।'
আরও পড়ুন : বিয়ের ১২ বছর পার, বোটক্স - কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার
প্রসঙ্গত পায়েল এবং দ্বৈপায়ন দুজনকেই এর আগে সোশ্যাল মিডিয়ার পাতা ছাড়াও দাদাগিরি এবং সারেগামাপায় দেখা গিয়েছে। এর আগে দর্শকরা সেখানেও পায়েলের নাচ দেখেছেন। এবার পালা দেবী দুর্গা হয়ে তাঁর যুদ্ধ দেখার।