পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটি টেকনিক্যালি দুর্বল বলে যতই ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া জানাক না কেন, আনুষ্ঠানিক ভাবে অস্কারে না পাঠালেও আন্তর্জাতিক স্তরে দারুণ ভাবে সমাদৃত হচ্ছে এই ছবি। গোল্ডেন গ্লোবের পর এবার বাফতা পুরস্কারের জন্য মনোনীত হল পায়েলের ছবি।
বাফতা পুরস্কারের দৌড়ে পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট
কিছুদিন আগেই গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছে পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট। এবার জানা গেল এই ছবিটি বাফতা পুরস্কারের লং লিস্টে জায়গা পেয়েছে। তাও তিনটি বিভাগে।
শুক্রবার ব্রিটিশ একাডেমির তরফে ২০২৪ সালের বাফতা অ্যাওয়ার্ডের জন্য ২৫ টি বিভাগে প্রথম রাউন্ডের ভোটিংয়ের পর রেজাল্ট প্রকাশ্যে আনল। সেখানেই দেখা গেল পায়েলের ছবিটি তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে। আর এই তিনটি বিভাগ হল সেরা পরিচালক, অরিজিন্যাল স্ক্রিনপ্লে এবং অ-ইংরেজি ভাষায় সেরা ছবি।
অ-ইংরেজি ভাষার ছবি বিভাগে অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটির টক্কর হবে ব্ল্যাক ডগ, দ্য কাউন্ট অব মন্টে কার্লো, এমিলিয়া পেরেজ, ফ্লো, আই অ্যাম স্টিল হিয়ার, দ্য গার্ল উইথ দ্য নিডিল, নিক্যাপ, লা চিমেরা, দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ।
সেরা পরিচালক বিভাগে পায়েলের সঙ্গে আছেন আনোরার জন্য সিন বেকার, দ্য ব্রুটালিস্টের জন্য ব্র্যাডি করবেট, কনক্লেভের জন্য এডওয়ার্ড বার্জার, লা চিমেরার জন্য অ্যালিস ররওয়াচার, প্রমুখ।
আরও পড়ুন: 'মৃত্যুর পর মানুষকে উদযাপন করা'র অভ্যাস বদলাতে চান সুমন ঘোষ! কাকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন?
অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটি প্রসঙ্গে
অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটিতে উঠে আসবে দুই মালায়লি নার্সের গল্প। এঁরা দুজন হলেন প্রভা এবং অনু। প্রভার জীবন আচমকাই কেঁপে যায় যখন তাঁর স্বামী, যার সঙ্গে তাঁর যোগাযোগ নেই, আলাদা থাকে তাঁকে উপহার পাঠায় তাও হঠাৎ করেই। অন্যদিকে অনু তাঁর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জায়গা খুঁজতে থাকে। অভিনয়ে আছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, হৃদু হারুন, প্রমুখ। পায়েলের ছবিটির কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রি পুরস্কার পেয়েছে।