বিগ বস ওটিটি-র প্রতিযোগী তালিকায় এবার ছিল বড়সড় চমক। কারণ তাতে ভাগ নিয়েছিলেন দুই স্ত্রী নিয়ে ভিডিয়ো বানানো ক্রিয়েটার আরমান মালিক। সন্দীপ সিং নামের এই ব্যাক্তি বিয়ে করেছিলেন পায়েলকে। এরপর তাদের চিরায়ু নামের একটি সন্তানও হয়। আর তারপরেই বউয়ের বান্ধবীর প্রেমে পড়েন সন্দীপ। দুই স্ত্রী রাখতে ধর্ম পরিবর্তন করে নেন। নাম রাখেন নিজের আরমান মালিক। এরপর বিয়ে করেন কৃতিকাকে। এরপর দুই স্ত্রী নিয়ে ভিডিয়ো শেয়ার করা শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে আরমান-পায়েল-কৃতিকার ৫টিরও বেশি ইউটিউব চ্যানেল ও ফেসবুক রয়েছে। যেখান থেকে মাস গেলে হয় লাখখানেক কামাই।
পায়েল ও কৃতিকাকে নিয়ে আরমান ভাগ নিয়েছিলেন এবারে বিগ বস ওটিটি-র ৩ নম্বর সিজনে। যদিও প্রথম সপ্তাহেই ভোট আউট হয়ে যান পায়েল। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। মালিক পরিবারের নামে উঠছে কটাক্ষ। এমনকী, আরমানের নামে হওয়া একটি ধর্ষণের মামলার কাগজও এসেছে সামনে। শুধু তাই নয়, পায়ের-কৃতিকার ৪ সন্তানকে নিয়ে কটুক্তিকর মন্তব্য ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
যদিও এসবের খবর নেই কৃতিকা আর আরমানের কাছে। বিগ বসের ঘরে চরমে উঠেছে দুজনের রোম্যান্স। তবে বাইরে এত সব ট্রোল, সাংবাদিকদের প্রশ্ন, কটাক্ষ ঘিরে রীতিমতো নাজেহাল অবস্থা পায়েলের। ভিডিয়ো শেয়ার করে ডিভোর্স নেওয়ার কথা বলতে শোনা গেল তাঁকে।
‘আমি ভাবছি এত কিছু সহ্য করার বদলে, কৃতিকা আর আরমান আসার পর আমি আলাদা হয়ে যাব বাচ্চাদের নিয়ে। আর সহ্য করতে পারছি না। ওরা তো জানেও না, বাইরে কী চলছে। ওরা ভিতরে খেলছে। তাই কোনও টেনশন নেই। সবার এত গালাগালি শুনব, বাচ্চাদের নামে উলটো পালটা কথা শুনব, এত ক্ষমতা আমার মধ্যে নেই। দিনরাত টেনশন হচ্ছে।’
যদিও পায়েলের এই সব ভিডিয়ো পাবলিসিটি স্টান্ট হিসেবেই মনে করছেন নেট-নাগরিকরা। একজন লেখেন, ‘পায়েল কখনও ডিভোর্স দেবে না। ও নিজেও মাস্টার মাইন্ড। সবটা চালায়।’ দ্বিতীয়জন লেখেন, ‘আগে পায়েলকে দেখলে সমবেদনা হত। এখন গা রাগে জ্বলে যায়।’ তৃতীয়জন লেখেন, ‘আমি শুধু ভাবি এই বাচ্চাগুলোর অবস্থা কী হবে, যখন স্কুলে যাবে। কতটা অপমান করবে স্কুলে বন্ধুরা’