বাংলা নিউজ > বায়োস্কোপ > ৮ দিনের বিচার বিভাগীয় হেফাজতে অভিনেত্রী পায়েল রোহতগি

৮ দিনের বিচার বিভাগীয় হেফাজতে অভিনেত্রী পায়েল রোহতগি

নেহরু-গান্ধী পরিবার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুত্সা রটানোর অভিযোগে রবিবার গ্রেফতার হন পায়েল রোহতগি

অভিনেত্রী-মডেল পায়েল রোহতগিকে আটদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল বুন্দির স্থানীয় আদালত।
  • নেহরু-গান্ধী পরিবার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুত্সা রটানোর অভিযোগে রবিবারই গ্রেফতার করা হয়েছিল পায়েল রোহতগিকে।
  • অভিনেত্রী-মডেল পায়েল রোহতগিকে আটদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল বুন্দির স্থানীয় আদালত। নেহরু-গান্ধী পরিবার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুত্সা রটানোর অভিযোগে রবিবারই গ্রেফতার করা হয়েছিল পায়েল রোহতগিকে।

    নেহরু-গান্ধী পরিবার সম্পর্কে চলতি বছরের ৬ ও ২১ সেপ্টেম্বর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করার কারণে পায়েলের বিরুদ্ধে গত ২ অক্টোবর বুন্দি সদর থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। অভিযোগ জানান রাজস্থানের যুব কংগ্রেস সাধারণ সম্পাদক চর্মেশ শর্মা। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার আহমেদাবাদ থেকে পায়েলকে গ্রেফতার করে বুন্দি পুলিশ।


    পুলিশ হেফাজতে নেওয়ার পরে রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে অসন্তোষ প্রকাশ করে পায়েল লেখেন, 'মোতিলাল নেহরুকে নিয়ে একটা ভিডিয়ো তৈরির জন্য রাজস্থানের পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আমি কিন্তু গুগল থেকে তথ্য জোগাড় করেই ভিডিয়োটা বানিয়েছিলাম। বাক্‌স্বাধীনতা এখন প্রহসনে পরিণত হয়েছে।'


    সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভিডিয়োতে পায়েল দাবি করেছেন যে, স্বাধীনতা সংগ্রামী তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাবা মোতিলাল নেহরুর ৫ জন স্ত্রী ছিলেন এবং জওহরলাল তাঁর সত্ ছেলে ছিলেন। শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ নাকি মুসলিম ছিলেন এবং গান্ধী পরিবার তার পরিচয় লুকানোর চেষ্ট করেছেন এমনও অভিযোগ এনেছেন পায়েল। একই সঙ্গে, ভারত-পাকিস্তান যুদ্ধের পরে তাশখন্দ সফরে গেলে দেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে বিষ প্রয়োগ করে ইন্দিরা গান্ধী খুন করেন বলেও নিজস্ব পোস্টে দাবি করেছেন বলিউড অভিনেত্রী।

    পায়েল রোহতগির নাম এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছে। রাজা রামমোহন রায়কে নিয়ে অলটপকা মন্তব্য করেছিলেন পায়েল। ভারতীয় নবজাগরণের এই পুরোধাকে পায়েল এ বছরের শুরুতেই ‘ব্রিটিশদের চামচা’ বলে উল্লেখ করেন। পাশাপাশি দিল্লিতে মুঘল সম্রাটদের নামে যত রাস্তা রয়েছে, তা বদলে হিন্দু রাজাদের নামে করে দেওয়ার দাবিও তুলেছিলেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী।

    বন্ধ করুন