গত মাসেই নামী সংবাদপত্রের পাত্র-পাত্রী বিভাগে বিজ্ঞাপন দেন পিসি সরকার জুনিয়র। তিন মেয়ে- মানেকা, মমতাজ ও মৌবনির জন্য পাত্রের খোঁজে জাদু সম্রাট। হবু জামাইয়ের যোগ্য়তামান হিসাবে বিজ্ঞাপনে লেখা ছিল -'জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ বছর বয়সী সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই'। ৩ মেয়ের স্বয়ম্বরের সেই ঘোষণা নিয়ে রীতিমতো হইচই কাণ্ড। আরও পড়ুন-৩ মেয়ের জন্য ‘সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র' খুঁজছেন পিসি সরকার! ‘স্বয়ম্বর’ নিয়ে মুখ খুললেন মৌবনী
এবার দিদি নম্বর ১-এ এসে বাবার কাণ্ড ফাঁস করলেন অভিনেত্রী মমতাজ সরকার। দিদি নম্বর ১ মঞ্চেও ঘটকালি হয়েছে প্রচুর। সদ্য বিয়ে করলেন অভিনেত্রী পায়েল দেব, তাঁর সঙ্গে স্বামীর আলাপও এই শো-এর যোগসূত্র ধরেই। তাই মমতাজের পাত্র খোঁজার দায়িত্ব খানিক কাঁধে তুলে নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাত্রী একধারে অভিনেত্রী, অন্যদিকে গৃহকর্মে নিপুণা এবং ম্যাজিকশিয়ান, তারই পাত্রের খোঁজ দিদি নম্বর ১।
স্বয়ম্বর নিয়ে রচনা প্রশ্ন করতেই মমতাজ সটান বললেন, ‘হ্যাঁ, বাবা তো একদম মুখ বন্ধ করে দিয়েছে। চুপ থাকো, অনেক দেখেছি। সারাক্ষণ খালি কাজ আর কাজ, অনেক হয়েছে। সংসারটাও তো করবে, নাকি আমরা নাতি-নাতনির মুখ দেখব না?’
মমতাজের কথা শুনে হেসেখুন রচনা। হাসি থামল না সহ-প্রতিযোগী অদ্রিজার। নীল শাড়িতে ঝলমলে বর্তমানে মুম্বই নিবাসী অভিনেত্রী। এখন টলিউড ছেড়ে আরব সাগর পাড়েই ডেরা জমিয়েছেন অদ্রিজা। তবে সুযোগ পেলেই ছুটে আসেন নিজের প্রাণের শহর কলকাতায়।
পিসি সরকার ও জয়শ্রী সরকারের বড় মেয়ে মানেকা সরকার ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সে এক যুগ আগের কথা, টেকেনি সেই সম্পর্ক। ওদিকে মমতাজের জীবনে প্রেম এলেও তা থিতু হয়নি। এবার সম্বন্ধ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
পিসি সরকার কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিদিন এত পাত্রের দরখাস্ত আসছে যে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। হোয়াটসঅ্যাপে হাজার হাজার বায়োডেটার প্রিন্ট নিয়ে, সেগুলোর উপরে চোখ বুলানোই দায় হয়ে পড়েছে। এমনকী, এর জন্য অতিরিক্ত সহকারী নির্বাচন করেছন জাদুসম্রাট। পিসি সরকার আরও জানালেন, ‘ওদের গলার আর্তি শুনে মনে হচ্ছে যেন আর তর সইছে না’!
, আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়র, অধ্যাপক, কার আবেদন আসেনি! এমনকী তাঁর মেয়েদের থেকে বয়সে ছোট, এমন ছেলেরাও যোগাযোগ করছে। এসব আবেদনের মধ্যে থেকে প্রথম দফায় ছাটাই করবেন পিসি সরকার ও তাঁর স্ত্রী। তারপর সেগুলো যাবে তিন কন্যে মানেকা, মুমতজ আর মৌবনীদের কাছে। চূড়ান্ত তালিকা তৈরি হলে ডাকা হবে স্বয়ম্বর সভা। ৩ মেয়ের বিয়ে একই দিনে, একই ছাদের তলাতে হবে বলেও জনিয়েছেন তিনি।