কদিন আগেই ৩ মেয়ের স্বয়ম্বর ঘোষণা করে রীতিমতো চমকে দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। আজকের দিনেও যে এমন কোনো কাণ্ড হতে পারে, তা ভাবেওনি কলকাতাবাসী। যদিও মোটেও শুধু কলকাতা থেকে আসছে না পাত্রদের দরখাস্ত, জাদুর দুনিয়ার মেয়েদের বিয়ে করতে চান ভিনদেশীরাও। শুধু তাই নয় ডাক্তার, ইঞ্জিনিয়র, এমনকী আইপিএস অফিসার পাত্ররাও বিয়ের দরখাস্ত পাঠাচ্ছেন।
পিসি সরকার প্রতিদিনকে জানিয়েছেন, এত দরখাস্ত আসছে যে রীতিমতো হিমশিম খাচ্ছেন তাঁরা। হোয়াটসঅ্যাপে হাজার হাজার বায়োডেটার প্রিন্ট নিয়ে, সেগুলোর উপরে চোখ বুলানোই দায় হয়ে পড়েছে। এমনকী, এর জন্য অতিরিক্ত সহকারী নির্বাচন করেছন জাদুসম্রাট। পিসি সরকার আরও জানালেন, ‘ওদের গলার আর্তি শুনে মনে হচ্ছে যেন আর তর সইছে না’!
আরও জানা গেল যে, আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়র, অধ্যাপক, কার আবেদন আসেনি! এমনকী তাঁর মেয়েদের থেকে বয়সে ছোট, এমন ছেলেরাও যোগাযোগ করছে। এসব আবেদনের মধ্যে থেকে প্রথম দফায় ছাটাই করবেন পিসি সরকার ও তাঁর স্ত্রী। তারপর সেগুলো যাবে তিন কন্যে মানেকা, মুমতজ আর মৌবনীদের কাছে। চূড়ান্ত তালিকা তৈরি হলে ডাকা হবে স্বয়ম্বর সভা। ৩ মেয়ের বিয়ে একই দিনে, একই ছাদের তলাতে হবে বলেও জনিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: মিত্তির বাড়ি আসতেই অঘটন! আর টপার রইল না ফুলকি, আদৃতের মেগা কত নম্বরে?
তিন মেয়েই পাত্র পছন্দ করার দায়িত্ব মা-বাবার কাঁধেই ছেড়ে রেখেছে। ছোট মেয়ে মৌবনী জানান, বাবা-মাই তাঁদের পৃথিবীতে এনেছেন। যত্ন করে বড় করেছেন। তাই হবু বর বাছার ব্যাপারেও চোখ বন্ধ করে ভরসা আছে তাঁদের।
আরও পড়ুন: অভিষেকের সঙ্গে প্রেম-জল্পনায় এখনও ‘চুপ’ নিমরত! চা-ডেটে নতুন সঙ্গী, ছবি দিলেন ইনস্টায়
পিসি সরকারের কেমন ছেলে পছন্দ? জানা গেল এই ব্যাপারে এখনও বেশ ওল্ড স্কুল। সরকারি চাকরি, নিশ্চিত ভবিষ্যত এখনও টানে তাঁকে। তবে তাঁর স্ত্রীর পছন্দ কর্পোরেট দুনিয়া। তবে মেয়েদের পছন্দকে সবার আগে রাখবেন তাঁরা।
২৫ ডিসেম্বর অবধি আবেদন করা যাবে, যদি কেউ গলায় মালা দিতে চায় ৩ জাদু কন্যে মানেকা, মুমতজ আর মৌবনীকে। আপাতত গোটা বাংলা নজরও কিন্তু এই অত্যাশ্চর্য বিয়ের দিকেই।