বাংলা নিউজ > বায়োস্কোপ > ভুবন বাদ্যকর সম্পর্কে অনেক অজানা কথা উঠে আসবে 'ইসমার্ট জোড়ি'তে! যা বললেন জিৎ..

ভুবন বাদ্যকর সম্পর্কে অনেক অজানা কথা উঠে আসবে 'ইসমার্ট জোড়ি'তে! যা বললেন জিৎ..

ইসমার্ট জোড়ি

ভুবন বাদ্যকর এবং তাঁর স্ত্রী-এর জীবন সম্পর্কে আরও অনেক কিছু রয়েছে এই শোয়ে ,দাবি জিতের।

শীঘ্রই স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’। সঞ্চালনায় জিৎ। ছোট পর্দার নন-ফিকশন শো-তে দেখা মিলবে অভিনেতাকে। একাধিক তারকা জুটি অংশগ্রহণ করতে চলেছে এই শো'তে। জিতের নতুন শো-তে দেখা যাবে দশ তারকা জুটিকে। সেখানেই দেখা মিলবে বাদাম কাকু ও কাকিমার।

সম্প্রতি চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে ‘কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর এই প্রথম স্ত্রীকে নিয়ে পাবলিক ফোরামে। এই প্রথম স্বামীর হাতে হাত রেখে ভুবন বাবুর স্ত্রীর অভিষেক ঘটল গ্ল্যামার জগতে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জিতকে তাঁদের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ভুবন দা ও তাঁর স্ত্রী দুজনেই খুব নিষ্পাপ। খুব সাধারণ। খুবই ভালো লেগেছে ওঁদের। তবে শুধু ওঁরা নয়, এবার পর্দায় ওঁদের গ্রামের মানুষ আত্মীয় স্বজনকেও দেখা যাবে।'

আগামী ২৬ মার্চ থেকে সম্প্রচার শুরু হবে ‘ইসমার্ট জোড়ি’র। সেখানে আমন্ত্রিত ‘বাদাম কাকু’ আর ‘কাকিমা’। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচার হবে এই শো। যদিও পুরোটা খোলসা না করে বললেও, সূত্রের খবর বাদাম কাকু ভুবন বাদ্যকরের জীবন সম্পর্ক আরও অনেক কিছুই জানা যাবে এই শোয়ে।

 

বন্ধ করুন