এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে সোনির শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’, যেখানে ব্যবসার অভিনব ভাবনা নিয়ে হাজির হয় প্রতিযোগিরা। এবং তাঁদের পরখ করেন বর্তমান ভারতের শীর্ষস্থানীয় বিজনেস টাইকুনরা, যাঁদের ভাবনা পরিবর্তনের জোয়ার এনেছে বিজনেসের দুনিয়ায়।ইতিমধ্যেই সামনে এসেছে শো-এর একটি এপিসোড, যেখানে লেন্সস্কার্ট-এর সিইও এবং কো-ফাউন্ডার পিয়ুশ বনশলের মজাদার কথা শুনে ও তাঁর ভাবভঙ্গি দেখে হেসে খুন নেটপাড়া। এবার তা নিয়েই মুখ খুললেন পিয়ুশ নিজেই।
প্রথম থেকেই বলা যাক গোটা বিষয়টি। আসলে, ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-তে কোনও প্রতিযোগী উপস্থিত হলে শো-এর সব 'শার্ক'-রা তাঁকে স্বাগত জানান 'ওয়েলকাম টু শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' বলে। তবে ওই এপিসোডে এক প্রতিযোগীকে অভিবাদন জানাতে গিয়ে শো-এর নাম উল্লেখ করার পরিবর্তে নিজের সংস্থা 'লেন্সস্কার্ট' এর নাম বলে ফেলেছিলেন তিনি। পিয়ুশ বনশলের মুখে 'ওয়েলকাম টু লেন্সস্কার্ট' শোনামাত্রই হাসিতে ফেটে পড়েন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অনন্যা সদস্যরা। মুহূর্তে নিজের ভুল বুঝতে পারেন পিয়ুশ। লজ্জায় লাল হয়ে হাসতে হাসতে কোনওরকম করে সেই প্রতিযোগীকে চিরাচরিত নিয়ম মেনে ফের অভিবাদন জানান তিনি।
এবার এই বিষয় নিয়ে রোহন যোশি এবং তন্ময় ভাট-এর পডকাস্ট শো-এ কথা কথায় এই বিষয়ে মুখ খুললেন পিয়ুশ। গোটা ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান যে চ্যানেল কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছিলেন শো-এর ওই অংশটি যেন ছেঁটে ফেলা হয়। মনের ভুলে তিনি ওই কথা বলে ফেলেছিলেন। তবে তাঁর সেই অনুরোধে কর্ণপাত করেনি চ্যানেল কর্তৃপক্ষ। উল্টে হাসতে হাসতে পাল্টা জবাবে জানিয়েছিলেন যে তাঁরা পিয়ুশের বলা ওই অংশটি এপিসোড রাখবেনই রাখবেন।
তা কেন ওরকম বলেছিলেন পিয়ুশ? সে জবাবও হাসতে হাসতে দিয়েছেন তিনি, 'আসলে গত দু'বছরে এই অতিমারির চক্করে ভিডিয়ো কলেই সব মিটিং সারতে হয়েছে। তাই নিজের সংস্থার হয়ে অভিবাদন জানানোটা প্রায় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সেই অভ্যাসের জেরেই মনে ভুলে 'ওয়েলকাম টু লেন্সস্কার্ট' বলে ফেলেছিলাম আর কী।
সোম থেকে শুক্র সোনি টিভিতে রাত ন-টায় সম্প্রচারিত হয় শার্ক টাঙ্ক ইন্ডিয়া।শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অনন্যা সদস্যরা হলেন অনুপম মিত্তল (শাদি.কমের প্রতিষ্ঠাতা), অশনীর গ্রোভার (ভারতপে-এর এমডি), ভিনিতা সিং (সিইও, সহ-প্রতিষ্ঠাতা সুপার কসমেটিকস), গজল আলাগ (সহ-প্রতিষ্ঠাতা মাম্মাআর্থ)।