গত বছর ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর পরই নতুন ছবির ঘোষণা করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে পর্দা থেকেও দূরে অভিনেত্রী। নতুন ছবি ‘ফোন ভূত’-এ সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাট। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে এই হরর-কমেডি জঁরের ছবি।
সোমবারই প্রকাশ্যে আসে ছবির প্রথম টিজার। মঙ্গলবার ঘোষণা করা হল ছবি মুক্তির দিনক্ষণ। ছবিতে এক্কেবারে অন্যরকম লুকে দেখা যাবে ক্যাটরিনাকে। ২০২২ সালের ৭ অক্টোবর পর্দায় আসছে ‘ফোন ভূত’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। বিশেষ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ।
আরও পড়ুন: ওটিটিতে কাজের সুযোগ, ছোটপর্দায় ফেরার প্রসঙ্গে কী বলছেন রোহন?

এই ছবির পরিচালনায় মির্জাপুর ওয়েব সিরিজের পরিচালক গুরমিত সিং। প্রযোজনায় ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানি। ২০২০ সালে শেষ হয়েছিল ‘ফোন ভূত’-এর শ্যুটিং। এবার মুক্তির পালা।
ফোন ভূত ছাড়াও ক্যাটরিনাকে সলমন খানের সঙ্গে 'টাইগার ৩', 'জি লে জারা' এবং 'মেরি ক্রিসমাস'-এর মতো ছবিতেও দেখা যাবে। ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে 'সূর্যবংশী' ছবিতে।