Bollywood Celebs Who Almost Decided To Quit Acting: বলিউডে এমন অনেক তারকা আছেন যারা শীর্ষে পৌঁছানোর পর এমন ব্যর্থতার পর্যায় দেখেছিলেন, সেই সময় ইন্ডাস্ট্রি থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একসময় বলিউড ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারা কারা দেখে নিন-
1/8বলিউড অভিনেতাদের দেখলে যে কারও মনে হতে পারে তাঁদের জীবন বেশ গ্ল্যামারাস। দেশ ও বিশ্বের কাছ থেকে অফুরন্ত ভালবাসা এবং সম্মান পান তাঁরা। কিন্তু বিনোদন জগতে তারকাদের স্টারডম চিরকাল স্থায়ী হয় না। এমন অনেক তারকা আছেন যারা শীর্ষে পৌঁছানোর পর এমন ব্যর্থতার পর্যায় দেখেছিলেন, সেই সময় ইন্ডাস্ট্রি থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সুপারস্টাররা। একসময় বলিউড ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন একাধিক তারকা, কারা কারা দেখে নিন-
2/8Amitabh Bachchan: এই তালিকায় নাম রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চনের। তিনি এই পর্ব পার করেছেন। কেরিয়ারের শুরুতে এক সময়ে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিগ বি। কিন্তু পরে তিনি নিজেকে আরেকবার সুযোগ দেওয়ার কথা ভাবেন। এই সিদ্ধান্তে তাঁর জীবন বদলে গিয়েছে।
3/8Shah Rukh Khan: বলিউডের বাদশা শাহরুখ খান একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে, 'রাজু বান গায়া জেন্টলম্যান' দেখার পর শাহরুখ খানের মনে হয়েছিল, পর্দায় তাঁকে দেখতে মোটেই ভালো লাগছে না। এ কারণে অভিনয়ের জগত ছেড়ে চলে যেতে চেয়েছিলেন শাহরুখ। যদিও পরবর্তীতে কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।
4/8Shilpa Shetty: একসময় শিল্পা শেট্টিও অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রীর নাকি মনে হয়েছিল, লোকেরা তাকে একজন অভিনেত্রী হিসাবে গ্রহণ করতে পারেনি, যে কারণে তিনি অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন।
5/8Hrithik Roshan: বলিউডের গ্রিক গড হৃতিক রোশনও একবার অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। একবার হাঁটুতে গভীর চোট পেয়েছিলেন অভিনেতা। সেই চোট সারতে বেশ খানিকটা সময় লেগেছিল। সেই সময় অভিনেতা অভিনয় থেকে দূরে চলে যাওয়ার কথা ভেবেছিলেন।
6/8Anupam Kher: 'সরাংশ' ছবির জন্য অনুপম খেরকে বেছে নিয়েছিলেন মহেশ ভাট। কিন্তু কোনও কারণ বশত সেই রোল অন্য কাউকে দিয়ে দেন পরিচালক। নিজের সঙ্গে এই ঘটনার পর অনুপম খের অভিনয় ছেড়ে দেওয়ার মনস্থির করেছিলেন। এমনকি মুম্বই ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু পরে মহেশ ভাট তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন এবং অনুপমকে বুঝিয়ে শুনিয়ে আটকে দেন।
7/8Aamir Khan: ‘লাল সিং চাড্ডা’ ছবি ফ্লপ হওয়ার পর অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির খান। একটি বই লঞ্চ ইভেন্টের সময, আমির খান ঘোষণা করেছিলেন, আপাতত তিনি পরিবারকে সময় দিতে চান।
8/8Katrina Kaif: অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জীবনেও এমন একটি সময় এসেছিল যখন তিনি চলচ্চিত্র জগতকে বিদায় জানানোর জন্য মনস্থির করেছিলেন। 'নমস্তে লন্ডন' ছবির পরে অভিনেত্রীর মনে হয়েছিল, তাঁর কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে। কারণ বক্স অফিসে তেমন একটা ফল করতে পারেনি এই ছবি। যদিও বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা।