সাবা-হৃতিকের প্রেম নিয়ে চর্চা বহুদিনের। ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে বিয়েটা চলতি বছরেই হবে। দেখুন বিস্তারে-
1/5খবর বলছে, হৃতিক ২০২৩ সালের নভেম্বরে সাবার সাথে গাঁটছড়া বাঁধবেন। দুজনের বয়সের ফারাক ১২ বছরের। যদিও বলিউডে এহেন বয়সের পার্থক্য নিয়ে চুটিয়ে সংসার করছেন শাহিদ-মিরা, সইফ-করিনারা। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া জানাননি কেউই।
2/5চুটিয়ে প্রেম করছেন সাবা আজাদ আর হৃতিক রোশন। প্রথমদিকে লুকোছাপা থাকলেও এখন সব খুল্লামখুল্লা। সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা ভাইরাল টুইটখানা ভাইরাল।
3/5করণ জোহরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন হৃতিক আর সাবা। সেই প্রথম একসঙ্গে আসেন জনসম্মুখে। এরপর তো কখনও রোশন পরিবারের সঙ্গে, কখনও আবার হৃতিকের দুই ছেলেকে নিয়ে জ্বলজ্বল করেছেন সাবা।
4/5বিয়ের পর কোয়ালিটি টাইম কাটাতে চান হৃতিক আর সাবা। সূত্রের খবর, হাতের সব কাজ শেষ করে বিয়ে করবেন দুজন। খুব সম্ভবত ফাইটারের কাজ শেষ হলেই বেঁধে ফেলবেন গাঁটছড়া। হৃতিকের বিয়ের খবরে বেশ খুশি টুইটারে থাকা তাঁর অনুরাগীরা। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হবু দম্পতিকে।
5/5প্রসঙ্গত, ছোটবেলার বন্ধু সুজন খানকে বিয়ে করেন হৃতিক ২০০০ সালে। এরপর ২০১৪ সালে আলাদা হয়ে যান তাঁরা। যদিও এখনও খুব ভালো সম্পর্ক দু'জনের মধ্যে। আপদে-বিপদে একে অপরের পাশে থাকেন। ২০২০ সালের লক ডাউনে একসাথেই ছিলেন দুই ছেলেকে নিয়ে। খুব সম্ভবত সুজনও জলদি বসবেন বিয়ের পিঁড়িতে আরসালান গোনির সঙ্গে।