অনেক সময় স্ক্রিপ্টের ডিমান্ডে বলিউডের প্রবীণ অভিনেতারা হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন। সেই দৃশ্য নিয়ে চলেছে তুমুল চর্চা। মেয়ের বয়সী সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন যে অভিনেতারা-
1/6ছবির দৃশ্যের প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় বলিউডের প্রবীণ অভিনেতাদের। অনেক সময় মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে বোল্ড দৃশ্যে অভিনয় করে চর্চায় এসেছেন তাঁরা। জেনে নিন কারা-
2/6ওম পুরি- ‘ডার্টি পলিটিক্স’ ছবিতে সাহসী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে চর্চায় ছিলেন অভিনেতা ওম পুরী।
3/6অমিতাভ বচ্চন- ‘নিশব্দ’ ছবিতে হাঁটুর বয়সী অভিনেত্রী জিয়া খানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। প্রয়াত জিয়া খান প্রায় ২৫ বছরের ছোট ছিলেন অমিতাভের থেকে।
4/6নাসিরুদ্দিন শাহ- ‘ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালানের সঙ্গে নাসিরুদ্দিন শাহের বোল্ড দৃশ্যে অভিনয় নিয়ে তুমুল চর্চা হয়েছিল। প্রবীন অভিনেতা নাসিরুদ্দিন শাহ একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করে শিরোনামে ছিলেন।
5/6অন্নু কাপুর- ‘সাত খুন মাফ’ ছবিতে পর্দায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে গিয়েছে অন্নু কাপুরকে। তাঁদেরও বয়সের বিস্তর ফারাক।
6/6শক্তি কাপুর- ‘দ্য জার্নি অফ কার্মা’ ছবিতে হাঁটুর বয়সী অভিনেত্রী পুনম পান্ডের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা মিলেছে শক্তি কাপুরকে।