Lakme Fashion Week: ল্যাকমে ফ্য়াশন উইকে গ্র্যান্ডে ফিনালেতে ডিজাইনার মণীশ মালহোত্রার হয়ে শো-স্টপার হন আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে। ব়্যাম্পে রোম্যান্স ধরা পড়ল বলিউডের চর্চিত জুটির, দেখুন ছবি-
1/5ল্যাকমে ফ্য়াশন উইকে গ্র্যান্ডে ফিনালেতে ব়্যাম্পে আলোর ছটা। নামী ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার আউটফিটে শো-স্টার ছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে। মঞ্চে গ্ল্যামারাস .আউটফিটে উজ্জ্বল এই দুই বলিউড অভিনেতা। (ছবি বরিন্দর চ্যাওলা/ হিন্দুস্তান টাইমস)
2/5এ দিন শো-স্টপার আদিত্য এবং অনন্যা মঞ্চে মণীশের সঙ্গে ধরা দিয়েছেন। ৯ মার্চ থেকে শুরু এই ইভেন্টে বলিউডের একগুচ্ছ তারকা নামী দামী ফ্য়াশন ডিজাইনারের পোশাকে মঞ্চ আলোকিত করেছেন।
3/5বুক খোলা, ঊরুচেরা আউটফিটে ব়্যাম্পে বেশ আত্মবিশ্বাসী হয়ে ধরা দিয়েছেন অনন্যা। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানো স্টেটমেন্ট ইয়ার রিং, মিড পার্ট করে রাখা ঢেউ খেলানো চুলে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন এই বলি ডিভা।
4/5মণীশের ডিজাইন করা এই আউটফিটে ধরা দেন আদিত্য রায় কাপুর। কালো মধ্যে ডিজাইন এই জমকালো আউটফিটে ব়্যাম্পে আত্মবিশ্বাসী আদিত্য।
5/5চর্চিত প্রেমিকা আদিত্য এবং অনন্যাকে শো-স্টপার হিসেবে এ দিন ব়্যাম্পে রোম্যান্টিক মেজাজে দেখে দর্শকাসন থেকে হাততালি ফেটে পড়ে। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রিসেপশনেও এই চর্চিত জুটি একসঙ্গে হাজির হয়েছিলেন।