Bollywood Actresses Who Quit Acting After Marriage: আজকাল বেশিরভাগ বলিউড অভিনেত্রী বিয়ের পরেও সমান তালে কেরিয়ার সামলাচ্ছেন। সে করিনা কাপুর খান হোক কিংবা আলিয়া ভাট। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন অনেক অভিনেত্রীই বিয়ে করে অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছেন-
1/6একসময় ইন্ডাস্ট্রিতে বড় নাম ছিলেন, কিন্তু বিয়ের পরই অভিনয় জগত থেকে ক্রমশও দূরে সরে যান একাধিক বলিউড অভিনেত্রী। তবে অনেক অভিনেত্রীকে অনেকদিন পর আবারও লাইমলাইটে দেখা যাচ্ছে। সেখান থেকে এখনও অনেকে তাঁদের পারিবারিক জীবন উপভোগ করছেন।
2/6'ম্যায়নে প্যার কিয়া' দিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। খুব অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে প্রেমিক হিমালয়কে বিয়ে করেন তিনি। বিয়ের পর অভিনয় জগত থেকে দূরে সরে যান নায়িকা। বিয়ের পর স্বামী ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন ভাগ্যশ্রী। গত বছর স্বামী হিমালয়ের সঙ্গে স্টার প্লাসের শো 'স্মার্ট জোড়ি'-তে অনেকদিন পর দেখা গিয়েছিল ভাগ্যশ্রীকে।
3/6বলিউডে 'রঙ্গিলা গার্ল' নামে পরিচিত অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকার। ২০১৬ সালে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করেন। বিয়ের পর চলচ্চিত্রকে চিরতরে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে আজকাল রাজনীতিতে সক্রিয় উর্মিলা।
4/6'গজনী' ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা ছাপ রেখে গিয়েছেন অভিনেত্রী আসিন। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন অসিন। এরপর থেকেই বিবাহিত জীবনে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।
5/6২০০৪ সালে মুক্তি প্রাপ্ত অ্যাকশন থ্রিলার ছবি 'টারজান' নায়িকা আয়েশা টাকিয়াকে মনে আছে? বর্তমানে অভিনয় জগত থেকে দূরে পরিবার সামলাচ্ছেন তিনি। ২০০৯ সালে ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা টাকিয়া।
6/6অমৃতা রাও 'বিবাহ' এবং 'ম্যায় হুঁ না'-এর মতো ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। ২০১৪ সালে আরজে আনমোলকে বিয়ে করে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। এই দম্পতি প্রায়ই ব্লগ তৈরি করে শেয়ার করেন।