২০২৩ সালের মাতৃদিবসে একাধিক বলিউড সেলিব্রিটিরা মায়েদের সঙ্গে ছবি শেয়ার করেছেন। রইল সেই ছবির ঝলক-
1/10একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী সুস্মিতা সেন লিখেছেন, ‘শুভ মাতৃ দিবস মা। জীবনের জন্য ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার... লালন-পালনের ঈশ্বরের নিজস্ব ক্ষমতা!!! সব মায়েদের প্রতি সর্বদা গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা!!! আমার রকিং মা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ….’।
2/10মা সুনীতা কাপুরের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর।
3/10মালাইকা অরোরা তার মা জয়েস পলিকার্প এবং বোন অমৃতা অরোরার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছেলে আরহান খানের সঙ্গে কিছু পুরনো ছবিও শেয়ার করেছেন তিনি।
4/10অভিনেত্রী নিমরত কৌর টুইট করে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছেন।তিনি লেখেন, ‘নিঃশর্তভাবে ভালোবাসার জন্য, ধৈর্য ধরার জন্য, যা কিছুই হোক না কেন আমার উপর আস্থা রাখার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাকে তোমার ফ্রিজে অভিযান চালানোর জন্য ধন্যবাদ। বিশ্বের সমস্ত সুপার হিরো মাম্মাদের মা দিবসের শুভেচ্ছা!’
5/10অভিনেতা ফারদিন খান তাঁর মা এবং বাচ্চাদের সঙ্গে একটি ছবি শেয়ার করে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
6/10প্রবীণ অভিনেতা মোহনলালও মা দিবসে নিজের মা সানতাকুমারী নায়ারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
7/10বিশেষ দিনে শিল্পা শেট্টি তাঁর মা এবং শাশুড়ি মা, সন্তানদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
8/10আলিয়া ভাট মা সোনি রাজদান এবং শাশুড়ি নীতু কাপুরের একটি ছবি শেয়ার করেছেন।
9/10সিদ্ধার্থ মালহোত্রা তাঁর মা রিমা মালহোত্রা এবং অভিনেত্রী স্ত্রী কিয়ারা আডবানির মা জেনেভিভ আডবানির সঙ্গে মাতৃদিবসের দিন ছবি শেয়ার করেছেন।
10/10অভিনেতা রামচরণের অন্তঃসত্ত্বা স্ত্রী কালো পোশাকে এই ছবি শেয়ার করেছেন মাতৃদিবসের দিন। লিখেছেন, 'সমস্ত সঠিক কারণে মাতৃত্ব গ্রহণ করেছি।