Rimi Sen: মনে আছে '...দিল বোলে শিকদুম শিকদুম' অভিনেত্রীকে? গানে অভিষেক বচ্চনের মন কেড়ে নিয়েছিলেন এই রিমি সেন। নিজের গ্ল্যাম স্টাইল দিয়ে সবার নজর কেড়েছেন এই বাঙালি অভিনেত্রী। বলিউডের অনেক হিট ছবির অংশ হয়েও আজকাল বড় পর্দা থেকে দূরে থাকেন। কোথায় রয়েছেন রিমি সেন?
1/8 ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রিমি সেন। জন্মের পর পরিবার নাম রেখেছিল শুভমিত্রা সেন। পরে নিজের নাম রিমি হিসেবে পরিবর্তন করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের শখ ছিল রিমির। ১৯৯৬ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।
2/8প্রথমে মডেলিং-এর দুনিয়ায় পা এবং অভিনয়ে ডেবিউ করেন রিমি। আমির খানের সঙ্গে সফ্ট ড্রিংকসের বিজ্ঞাপনেও কাজ করেছেন অভিনেত্রী। এরপরই সিনেমায় কাজ করার সুযোগ পেতে শুরু করেন তিনি।
3/8২০০২ সালে একটি তেলুগু সিনেমায় নায়িকা হিসেবে প্রথম ডেবিউ করেন। এই ছবিতে তাঁর কাজ খুব প্রশংসিত হয়েছিল। এরপর ২০০৩ সালে কমেডি ছবি ‘হাঙ্গামা’-তে অভিনয় করেন রিমি। ছবিতে পরেশ রাওয়াল, অক্ষয় খান্না এবং আফতাব শিবদাসানির সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।
4/8বড় পর্দায় তুমুল হিট হয় ‘হাঙ্গামা’, এই ছবির হাত ধরেই ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে রিমির। ছবিটির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। এই ছবির পরই একাধিক ছবিতে কাজের অফার পান অভিনেত্রী।
5/8'ধুম', 'বাগবান', 'গরম মাশালা', 'কিউঁকি', 'ফির হেরা ফেরি', 'গোলমাল'-এর মতো ছবিতে অভিনয় করেছেন রিমি। অভিনেত্রীর সমস্ত কমেডি জঁরের ছবিই হিট প্রমাণিত হয়েছে। এরপরই একাধিক কমেডি ছবির অফার পেতে থাকেন অভিনেত্রী। একটা সময় গিয়ে তাঁর কেরিয়ারের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
6/8একটা সময় পর বলিউড থেকে ক্রংশও দূরে সরে যেতে দেখা যায় রিমিকে। রিমি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পর পর কমেডি ছবির অফার পাচ্ছিলেন। অন্য কোনও সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে সিনেমা থেকে দূরে থাকাই ভালো বলে মনে করেন তিনি।
7/8রিয়েলিটি শো 'বিগ বস'-এর ৯ নম্বর সিজনে দেখা গিয়েছিল রিমিকে। বেশিদিন ঘরে টিকে থাকতে পারেননি অভিনেত্রী। একাধিক প্রতিবেদন অনুযায়ী, মোটা পারিশ্রমিকের কারণেই এই শোতে আসতে রাজি হয়েছিলেন রিমি।
8/8বর্তমানে লাইম লাইট থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রিমি। প্রায়শই নিজের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এখন দেখতে অনেকটা বদলে গিয়েছেন অভিনেত্রী।