Jr NTR Wife Laxmi Pranathi: লাইমলাইট থেকে দূরে থাক... more
Jr NTR Wife Laxmi Pranathi: লাইমলাইট থেকে দূরে থাকেন জুনিয়র এনটিআরের স্ত্রী লক্ষ্মী প্রণতি। ১৮ বছর বয়সে অভিনেতার সঙ্গে সাত পাক ঘোরেই তাঁর স্ত্রী প্রণতি। প্রায় ১২ বছরের দাম্পত্য জীবন। দুই পুত্র সন্তানকে নিয়ে সুখের সংসার দু’জনের।
1/5কোনও তারকা নন, সহজ সরল সাধারণ মেয়ে ছিলেন লক্ষ্মী প্রণতি। এখন তিনি তারকা-পত্নী। ২০১০ সালে পাকাপাকি হয় প্রণতি ও এনটিআরের বিয়ে। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৮ বছর। কে এই লক্ষ্মী প্রণতি?
2/5প্রভাবশালী পরিবারের মেয়ে প্রণতি। অন্যদিকে, এনটিআররে বাবা নন্দামুরি হরিকৃষ্ণণন লোকসভার সাংসদ। বিয়ের আগে পরস্পরকে চিনতেন না জুনিয়র এনটিআর ও প্রণতি। বাবা-মায়ের মারফত প্রথম দেখা হয়েছিল তাঁদের।
3/5পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাঁদের। প্রথমে বিয়ে তারপর পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা। তাই বলাই যায় জুনিয়র এনটিআর ও তাঁর স্ত্রী প্রণতির লাভ স্টোরিটা বাকি সকলের থেকে একটু আলাদা।
4/5বিয়ের সময় এটিআরের বয়স ছিল ২৬ বছর, প্রণতির বয়স ছিল মাত্র ১৮। এই জুটির বিয়ে ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল গ্র্যান্ড বিয়েগুলির মধ্যে একটি। প্রায় ১২ হাজার লোক আমন্ত্রিত ছিলেন বিয়ে বাড়িতে। ২০১১ সালে এই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা। মাধপুরের হাইটেক্স প্রদর্শনী কেন্দ্রে বসেছিল তাঁদের বিয়ের আসর।
5/5আগাগোরাই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন লক্ষ্মী। লাইমলাইটের জগত থেকে দূরেই থাকেন তিনি। জুনিয়র এনটিআরের সঙ্গে খুব একটা দেখা যায় না তাঁকে। এই দম্পতির দুই সন্তান। ২০১৪ সালে বড় ছেলে অভয় রামের জন্ম দেন লক্ষ্মী প্রণতি। ২০১৯ সালে তাঁদের কোল আলো করে আসে ছোট ছেলে ভার্গব রাম।