Juhi Chawla daughter: বেশ কিছু অনুষ্ঠান থেকে জুহি চ্যাওলার মেয়ের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়াতে নজর কেড়েছেন জুহি কন্যা। জাহ্নবীকে নাকি হুবহু তাঁর মায়ের মতো দেখতে, মন্তব্য নেটপাড়ার। সিনেমা থেকে দূরেই থাকতে চান, ভবিষ্যতে লেখিকা হতে চান জাহ্নবী।
1/6নব্বইয়ের দশকে সুপারস্টার অভিনেত্রী জুই চ্যাওলা। সেই সময় প্রায় সমস্ত তারকা অভিনেতার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। এরপর শিল্পপতি জয় মেহতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুই। বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে চুটিয়ে সংসার করেছেন অভিনেত্রী। জুই এবং জয়ের দুই সন্তান, মেয়ে জাহ্নবী মেহতা এবং ছেলে অর্জুন মেহতা।
2/6১৯৮৮ সালে 'কয়ামত সে কয়ামত তক' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জুহি। প্রথম ছবিতেই নিজের অসাধারণ পরিচিতি তৈরি করে ফেলেন বলিউডের মিষ্টি নায়িকা। ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুহি এবং জয়। দুই সন্তানকেই লাইমলাইটের জগত থেকে দূরে রেখে মানুষ করেছেন অভিনেত্রী।
3/6বেশ কিছু অনুষ্ঠান থেকে জুহি চ্যাওলার মেয়ের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়াতে নজর কেড়েছেন জুহি কন্যা। মেয়ে জাহ্নবীর সঙ্গে বলিউড অভিনেত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
4/6এক সাক্ষাৎকারে জুহি চাওলা বলেছিলেন যে, জাহ্নবী পড়তে খুব পছন্দ করেন। পেশায় লেখিকা হতে চান জাহ্নবী। জানা গিয়েছে, লন্ডন থেকে স্নাতক পাশ করেছেন জুহি কন্যা। পড়াশোনাতে তিনি বেশ মনোযোগী এবং কৃতি ছাত্রী।
5/6বলিউড সিনেমা দেখতে পছন্দ করেন জাহ্নবী। তাঁর পছন্দের অভিনেতা হলেন বরুণ ধাওয়ান। তবে ভবিষ্যতে লেখালেখি নিয়ে এগোতে চান।
6/6আইপিএল অউকশনে আরিয়ান খান এবং সুহানা খানের পাশাপাশি জুহির মেয়ে জাহ্নবীও উপস্থিত ছিলেন। ক্যামেরার সামনে ধরা পড়ে যান এই তিন স্টার কিড। আরিয়ান এবং জাহ্নবীকে পাশাপাশি দেখে নেটিজেনরা জুনিয়র এসআরকে এবং জুনিয়র জুহি বলে ডাকতে শুরু করেন।