সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি খবরে প্রতিক্রিয়া জানান। দেখুন কী বললেন এই কমেডি কিং।
1/5কমেডিয়ান, অভিনেতা কপিল শর্মা সম্প্রতি বলেছেন যে সব সাফল্যর পরও তিনি নিজেকে একজন মধ্যবিত্ত মানুষ বলেই মনে করেন। খুব জলদি তাঁকে নন্দিতা দাসের জিগ্যাটো সিনেমাতে ফুড ডেলিভারি বয়ের চরিত্রে দেখা যাবে। যার নুন আনতে পান্তা ফুরোয়। আর সেই প্রসঙ্গেই কপিলকে প্রশ্ন করা হয় তাঁর মোট সম্পত্তির পরিমাণ কি বর্তমানে 300 কোটি?
2/5২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জিতে কপিল শর্মা খ্যাতি অর্জন করেন। তিনি সোনি টিভিতে কমেডি রিয়েলিটি শো কমেডি সার্কাসের একাধিক সিজন জিতেছেন এবং ভাবনাও কো সামঝো (২০১০), কিস কিসকো পেয়ার কারু (২০১৫), এবং ফিরঙ্গি (২০১৭)- এর মতো সিনেমাতেও উপস্থিত হয়েছেন )। এবিসিডি ২ (২০১৫)-তে একটি সংক্ষিপ্ত উপস্থিতিও ছিল তাঁর। টিভি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’-এর সাফল্যের পর তিনি তার শো ‘দ্য কপিল শর্মা শো’ এর জন্য জনপ্রিয়।
3/5৩০০ কোটির সম্পত্তির প্রশ্নে কপিল জবাব দেন, ‘আমিও অনেক টাকা হারিয়েছি… কিন্তু সত্যি বলছি আমি এসব নিয়ে ভাবি না। আমি জানি যে আমার একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে, আমার একটি পরিবার আছে এবং এটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি সাধু নই। আমি কখনোই ভালো টাকা ফিরিয়ে দেব না। কিন্তু আজও আমার ভাবনা মাইনে পাওয়া (আজও নিজেকে মধ্যবিত্ত বেতনভোগী মনে করি)। আমার স্ত্রী জিনিসপত্র খরচ করতে পছন্দ করে, কিন্তু আমি করি না।’
4/5কপিল একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর স্ত্রী গিন্নি চতরথ একটি সচ্ছল পরিবার থেকে আসে। কলেজে থাকাকালীন যখন তাঁর কাছে কোনও পকেটমানি ছিল না, পেট ভরে খাবার সামর্থও ছিল না, তখনও পাশে থেকেছিল গিন্নি। শক্ত করে হাত ধরে রেখেছিলেন সবসময়।
5/5
১২ ডিসেম্বর ২০১৮ সালে বিয়ে করেন গিন্নি আর কপিল। ২০১৯ সালে জন্ম হয় মেয়ে আনাইরা শর্মার। এরপর ২০২১ সালে জন্ম ছেলে তৃষাণের। কপিলের জিগ্যাটো মুক্তি পাওয়ার কথা ১৭ মার্চ।