Kapil Sharma: কপিলের প্রথম চাকরি ফোন বুথে, তারপর কাপড়ের মিলে! বেতনের অঙ্ক সত্যিই অবিশ্বাস্য
Updated: 18 Mar 2023, 11:41 AM IST Tulika Samadder 18 Mar 2023 Kapil Sharma, Kapil, Bollywood, Kapil First earning, কপিল শর্মা, কপিলসম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম বেতন নিয়ে মুখ খুলেছেন কপিল শর্মা। অঙ্ক শুনলে আপনিও চমকে উঠবেন।
কপিল শর্মা জানান এরপর তিনি একটি মিলে কাজ করা শুরু করেন। যেখানে তাঁকে বেতন দেওয়া হত মাসে ৯০০ টাকা। ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার পর তিনি এই কাজে যোগ দিয়েছিলেন বলেই জানান আজকের ‘কমেডি কিং’। তাঁর কথায়, ‘আমি অনেক অদ্ভুত ছোট-ছোট কাজ করেছি। যেমন আমি আমার ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার পর, একটি গার্মেন্টস মিলে কাজ করতাম। এত গরম ছিল যে পরিযায়ী শ্রমিকরাও তাদের গ্রামে ফিরে যেত।’
পরবর্তী ফটো গ্যালারি