Saif-Kareena: কেনিয়ার জঙ্গলে ঘুরে ঘুরে বন্যপ্রাণী দেখছেন করিনা কাপুর খান, সইফ আলি খান এবং তাঁদের দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর। জঙ্গল সাফারির দুর্দান্ত ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন বেবো।
1/6কেনিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী করিনা কাপুর খান। জঙ্গল সাফারির দুর্দান্ত সব ছবি ভেসে উঠেছে অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/6ছোট ছেলে জাহাঙ্গিরের হাত ধরে কেনিয়ার শুষ্ক ভূমিতে ঘুরে বেড়াচ্ছে বেবো।
3/6তৈমুর এবং জাহাঙ্গীর জিরাফ দেখতে ব্যস্ত। ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন সইফ।
4/6ছুটির মেজাজে বেবো। সম্প্রতি আফ্রিকা থেকে এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে তাঁর পিছনে দূরে জিরাফ দেখা যাচ্ছে।
5/6জঙ্গল সাফারির সময় ল্যান্ডরোভার গাড়ির সঙ্গে দাঁড়িয়ে পোজ দিয়েছেন সইফ। খুদে তৈমুরও সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ির উপর বসে ছবি তুলেছে।
6/6গাড়ির মধ্যে বসে, এক শৃঙ্গ গণ্ডারের সঙ্গে সেলফি তুলেছেন করিনা।