ভিজে কাক করিনা-জেহ-তৈমুর! বাড়ির ছাদে ছেলেদের সঙ্গে রং খেললেন চুটিয়ে,ছবিও দিলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে বর সইফ আলি খানের জন্য একটি বার্তা।
1/5স্কিন নষ্ট হওয়ার কোনও ভয়ই পান না তিনি। অন্তত করিনা কাপুরের দোল খেলার ছবি তো তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। দুই ছেলে তৈমুর আর জেহকে নিয়ে মাতলেন রঙের উৎসবে। খোলা চুল, সবুজ রঙের টি-শার্ট, মেকআপ হীন লুকে ধরা দিলেন করিনা।
2/5জেহ আর তৈমুরেরও সিঙ্গেল ছবি শেয়ার করে নিয়েছেন। খুব সম্ভবত বাড়ির দোল পার্টিটা ছিল খুদেদের জন্য। পিছনে আরও কয়েকটা বাচ্চার দেখার মিলল। রং গোলা জল পিচকিরি দিয়ে ছুঁড়ে ভিজে কাক সকলেই।
3/5ছবির ক্যাপশনে লাল সিং চাড্ডা অভিনেত্রী লিখলেন, ‘এই দুর্দান্ত হোলি সেশনের শেষে একটা ঘুমের জন্য আর অপেক্ষা করতে পারছি না (মিস করছি তোমায় সইফু)।’ সবাইকে রং, ভালোবাসা আরক আনন্দ পাঠালাম। ভালোবাসি তোমাদের ইনস্টা পরিবার। করিনার এই ছবিতে ভালোবাসা জানিয়েছেন করিশ্মা কাপুর, রিয়া কাপুর, মণীশ মলহোত্রারা।
4/5২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দেন করিনা আর সইফ। এরপর ২০২১ সালে জন্ম হয় ছোটছেলে জাহাঙ্গীর আলি খানের। মাতৃত্বের এই পর্যায়টা চুটিয়ে উপভোগ করছেন তিনি। এক সাক্ষাৎকারেই জানিয়েছিলেন, কখনও ভয় পাননি যে বাচ্চা হওয়ার পর আর হয়তো কাজ পাবেন না। বেবোর কথায়, এখন তাঁর হাতে অনেক কাজ। এত স্ক্রিপ্ট যে পড়ে শেষ করতে পারেন না। ইচ্ছে থাকলেও অনেক কাজ হাতে নিতে পারেন না। কারণ জানেন, আরও কাজ নেওয়া মানে আরও বেশি করে সেটে থাকা। তবে আপাতত ছেলেদের বড় করা তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। তাই পরিবার আর অভিবনয় দুটোই ব্যালেন্স রেখে চলতে চান।
5/5করিনাকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। এরপর মুক্তির অপেক্ষায় তাঁর ওয়েব ডেবিউ করবেন বাঙালি পরিচালক সুজয় ঘোষের ওয়েব সিরিজ দিয়ে। আর এই কাজে দার্জিলিং-কালিম্পঙেও ছিলেন মাসখানেক। জাপানি লেখক কেইগো হিগাশিনোর ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ নামের বেস্ট সেলার বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এটি। ২০২৩ সালেই নেটফ্লিক্সে আসার কথা।