Monami Ghosh: নারী দিবসের দিন সাহসী পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। অভিনেত্রীর নতুন ছবিতে বুঁদ নেটপাড়া। তবে প্রশংসার পাশাপাশি নতুন ছবিতে ট্রোলেরও শিকার অভিনেত্রী। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক সময় ট্রোলের মুখোমুখি হয়েছেন তিনি। তবে সেসব পাত্তা দেন না মনামী।
2/5সপ্তাহ খানেক আগেই থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। ফুকেত, পাটায়া ঘুরে ছবিও পোস্ট করেছেন। কখনও প্রমোদতরীতে স্বল্প পোশাকে ধরা দিয়েছেন এই বঙ্গ তনয়া। আবার কখনও নীল স্বচ্ছ সমুদ্রের জলে বিকিনি কিংবা মনোকিনিতে মৎস্যকন্যা হয়ে ধরা দিয়েছেন এই টলি সুন্দরী।
3/5সাদা টু-পিস, হাতে ওয়াটার প্লে টয় এবং চোখে রোদচশমা পরে মনামীকে দেখে কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে কেউ কেউ বাঁকা মন্তব্য করতে ভোলেননি অভিনেত্রীকে সাহসী পোশাকে দেখে।
4/5এক নেটিজেনর মনামীকে কটাক্ষ করে লেখেন, ‘অসহ্য একটা মহিলা’। কেউ একজন লেখেন, ‘দুই দিনের দুনিয়া কতো রং তামাশা করে কাটিয়ে দিচ্ছো’। একই সঙ্গে এক নেটিজেন মনামীকে ট্রোলারদের পাত্তা না দেওয়ার জন্য় প্রশংসাও করেছেন।
5/5শীঘ্রই পর্দায় অন্যরকম চরিত্রে দেখা যাবে মনামীকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বড়পর্দায় মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় তিনি। ‘পদাতিক’ ছবিতে ‘গীতা সেন’ এর লুকে নজর কেড়েছেন মনামী। ট্রোলারদের অবশ্য পাত্তা দেন না নায়িকা। মনামী নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন।