Krishna Mukherjee: বিয়ে করতে চলেছেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। চলতি মাসেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে চার হাত এক হবে এই জুটির। পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক চেরাগ বাটলিওয়ালা।
1/5হবু বরের সঙ্গে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। অভিনেত্রীর হবু বর চেরাগ বাটলিওয়ালা পেশায় ডেক অফিসার। প্রি-ওয়েডিং ফটোশ্যুটে বেশ রোম্যান্টিক মেজাজে ধরা দিয়েছেন তাঁরা। (ছবি ইনস্টাগ্রাম)
2/5যতদূর জানা যাচ্ছে. ১৩ মার্চ গোয়ায় বসবে তাঁদের বিয়ের আসর। কৃষ্ণা বাঙালি এবং চিরাগ পার্সি। দুই রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হবে।
3/5ডেকের উপর কালো পোশাকে কৃষ্ণা, হবু বরও কালো শার্ট এবং নীল রঙের প্যান্টে ধরা দিয়েছেন। বিয়ের কথা জিজ্ঞেস করে গায়ের উপর লিখে অভিনেত্রীকে প্রোপোজ করেছেন চিরাগ।
4/5ছবিতে বোঝা যাচ্ছে, কৃষ্ণার জন্য রীতিমতো সারপ্রাইজ রেখেছেন তিনি। শনিবার থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মেহেন্দি, সঙ্গীতের পর সোমবার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে কৃষ্ণার।
5/5বিয়ে নিয়ে নিজেও বেশ উত্তেজিত অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘নতুন জীবন শুরুর পথে আমিও খুব উত্তেজিত। ভিতরে একটু টেনশনও হচ্ছে। আমার বোন, ওয়েডিং প্ল্যানারদের কাছে বার বার জানতে চাইছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। শান্ত থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না। হয়ত বিয়ের আগে সবার মনের মধ্যে এরকমটাই হয়’।