Nach Baliye 10: শীঘ্রই শুরু হবে জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’-এর নতুন সিজন। কোন কোন তারকা জুটিকে দেখা যেতে পারে, রইল সম্ভাব্য তালিকা-
1/11দর্শকের কাছে নাচের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’। প্রিয় দম্পতিদের নাচ এই শোয়ে উপভোগ করেন ভক্তরা। শীঘ্রই ‘নাচ বলিয়ে ১০’ প্রিমিয়ার হবে। নতুন সিজনে কোন কোন প্রতিযোগী দম্পতিদের দেখা যাবে, রইল সম্ভাব্য তালিকা-
2/11Ankita Lokhande-Vicky Jain: অনুরাগীরা অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন জুটিকে অনস্ক্রিনে দেখতে খুব ভালোবাসেন। এবার এই জুটিকে দেখা যেতে পারে নাচ বলিয়ে ১০-এ।
3/11Tejasswi Prakash and Karan Kundrra: তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা বিগ বস ১৫ থেকে লাইমলাইটে। রিপোর্ট অনুযায়ী, তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রাকে দেখা যেতে পারে নাচ বলিয়ে ১০-এ।
4/11Nimrit Kaur and Shiv Thakare: বিগ বস ১৬-এ নিমৃত কৌর এবং শিব ঠাকরের জুটি দর্শকদের পছন্দ হয়েছিল। এই জুটিকেও এখন নাচ বলিয়ে ১০-এ দেখা যেতে পারে।
5/11Priyanka Chahar Choudhary-Ankit Gupta: বিগ বস ১৬ এর প্রতিযোগী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এবং অঙ্কিত গুপ্তও এবার শোতে তাঁদের কাপল পাওয়ার দেখাতে পারেন।
6/11Nakuul Mehta-Jankee Parekh: নকুল মেহতা এবং জানকি পারেখের ভক্তরা অনেক পছন্দ করেন। খবর অনুযায়ী, এই দম্পতিকেও দেখা যেতে পারে নতুন সিজনে।
7/11Shiny Doshi and Lavesh Khairajani: পান্ড্য স্টোর খ্যাত শাইনি দোশি লাভেশ খাইরজানি টেলি জগতের অন্যতম পাওয়ার কাপল। দর্শকদের মন জয় করতে এই জুটিকেও দেখা যেতে পারে নতুন সিজনে।
8/11Fahmaan Khan-Sumbul Touqeer: এবার নাচ বলিয়ে ১০-এ বিগ বস ১৬ এর প্রতিযোগীদের দাপট দেখা যাবে, একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার ফাহমান খান এবং সুম্বুল তৌকিরকেও দেখা যেতে পারে শোতে।
9/11Devoleena Bhattacharjee-Shanawaz Sheikh: শাহনওয়াজ শেখকে বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন দেবলীনা ভট্টাচার্য। এই দম্পতিকেও শোতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
10/11Rupali Ganguly-Ashwin K Verma: অনুপমা খ্যাত রুপালি গঙ্গোপাধ্যাকে স্বামী অশ্বিন কে ভার্মার সঙ্গে রিয়ালিটি শোয়ের নতুন সিজনে দেখা যেতে পারে।
11/11Mouni Roy and Suraj Nambiar: অভিনেত্রী মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ারও বিষয় খবরে রয়েছেন। শোনা যাচ্ছে, তাঁদের দুজনকেও নতুন সিজনে দেখা যেতে পারে।