Mukut's lead hero Argha Mitra: শ্রাবণী ভুঁইয়ার নায়ক হিসাবে ‘মুকুট’ ধারাবাহিকে থাকছেন অর্ঘ্য মিত্র। টেলিপাড়ার একদম নতুন মুখ না, হলেও এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অর্ঘ্যকে।
1/7দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে জি বাংলার আসন্ন মেগা ‘মুকুট’-এর প্রোমো। ব্লুজের এই ধারাবাহিকে লিড রোলে থাকছেন শ্রাবণী ভুঁইয়া। আর তাঁর নায়ক হিসাবে থাকছেন অর্ঘ্য মিত্র। টেলিপাড়ার নতুন মুখ অর্ঘ্য, চিনে নিন তাঁকে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7‘মাধবীলতা’র প্রেমে পড়েছিল ‘ছবিবাবু’, নতুন মেগা-তেও শ্রাবণীর নায়ককে পাওয়া গেল সেই ক্যামেরা হাতে। তবে দাঁ নিয়ে নয়, এবার মন্দিরের ঘন্টা নিয়ে দুষ্টুলোকেদের আক্রমণ করতে দেখা গেল নায়িকাকে।
3/7এই প্রথমবার লিড রোলে দেখা যাবে অর্ঘ্য় মিত্রকে। তাঁর হ্যান্ডসাম লুক দেখে ইতিমধ্যেই ফিদা অনেকে। নতুন হলেও অর্ঘ্য় কিন্তু গত দু-বছর ধরে টিভির পর্দায় বেশ কিছু ছোট-খাটো চরিত্রে অভিনয় করেছেন। (ছবি সৌজন্যে ফেসবুক- অর্ঘ্য মিত্র)
4/7বর্ধমানের ছেলে অর্ঘ্য, অভিনয়ের সূত্রে আপতত কলকাতাই তাঁর ঠিকানা। এর আগে সান বাংলার ‘সুন্দরী’, ‘দেবী’র মতো প্রোজেক্টে দেখা মিলেছে তাঁর। কাজ করেছেন কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’-সহ জি বাংলার বেশ কিছু প্রোজেক্টেও। তবে অর্ঘ্যর কেরিয়ারের বড় ব্রেক হতে চলেছে ‘মুকুট’।
5/7মডেলিং দুনিয়ার পরিচিত নাম অর্ঘ্য, বহু বিজ্ঞাপনী প্রচারে দেখা মিলেছে তাঁর। কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। ইতিমধ্যেই রুপোলি পর্দাতেও কাজ সেরেছেন অর্ঘ্য। ঋতুপর্ণা সেনগুপ্তের ‘মহিষাসুর মর্দিনী’ ছবিতে কাজ করেছেন তিনি । (ছবি-ইনস্টাগ্রাম)
6/7অর্ঘ্যর ডাক নাম বাবাই। জন্মদিন ৯ই অক্টোবর। অভিনয়ের পাশাপাশি গান গাইতে এবং শুনতে ভালোবাসেন অর্ঘ্য, বাইক ট্যুরে যাওয়া এবং জিমন্যাস্টিক তাঁর খুব পছন্দের। (ছবি-ইনস্টাগ্রাম)