Krishna Mukherjee Wedding Photos: সোমবার সাত পাকে বাঁধা পড়েন ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ খ্যাত অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। গত বছরই দীর্ঘ দিনের প্রেমিক চিরাগের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। গোয়ায় এক নামী রিসর্টে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। সম্প্রতি তাঁদের বিয়ের নতুন ছবি প্রকাশ্যে এসেছে-
1/5দীর্ঘ দিনের প্রেমিক চিরাগ বাটলিওয়ালার সঙ্গে সাত পাক ঘুরেছেন 'ইয়ে হ্যায় মহব্বতে' অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। পেশায় ডেক অফিসার চিরাগ। গোয়ায় সমুদ্রের ধারে এক বিলাসবহুল রিসর্টে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। প্রথমে বাঙালি মতে এরপর পার্সি রীতি মেনে বিয়ে সারেন এই নব দম্পতি।
2/5বাঙালি রীতিতে বর-কনের বেশে বিয়ে সেরেই, পার্সি রীতিতে সেজে ধরা দেন নতুন বর-কনে। কৃষ্ণার পরনে আইঙরি রঙের লেহেঙ্গা, চিরাগ পরেছেন সাদা স্যুট-প্যান্ট।
3/5পার্সি রীতিতে বিয়ের নিয়ম পালনের সময়কার একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন কৃষ্ণা। বাঙালি কনে এবং অবাঙালি পাত্রকে বিয়ের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
4/5বিয়ের পিঁড়িতে একে অপরকে ঠোঁট ঠাসা চুমু কৃষ্ণা-চিরাগের, নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল ‘নাগিন’ খ্যাত অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান থেকে এই ছবি। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন করেছেন নব দম্পতি।
5/5জেসমিন ভাসিন, আলি গোনি, শিরিন মির্জা, চারু মেহরা, অরিজিত তানেজা সহ আরও অনেক টিভি তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন।