DDLJ: ছবির জন্য আদিত্য চোপড়ার প্রথম পছন্দ কিন্তু শাহরুখ ছিল না। এই ছবির অফার প্রথম গিয়েছিল সইফের কাছে। তাঁর কথা মাথায় রেখেই রাজের চরিত্র সাজিয়েছিলেন আদিত্য। কিন্তু কীভাবে পাশা বদলে গিয়েছিল জানেন?
1/7বলিউডের সবচেয়ে সফল এবং সেরা সিনেমাগুলির মধ্যে ধরা হয় 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। ছবিটিকে শাহরুখ খানের কেরিয়ারের সেরা ছবি হিসেবেও বিবেচনা করা হয়। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল DDLJ। এই ছবির পরই শাহরুখের নামের পাশে ‘রোম্যান্স কিং’ শব্দটা জুড়েছিল।
2/7ছবিতে শাহরুখের চরিত্রের নাম রাজ আর সিমরানের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। ব্লকবাস্টার হিট এই ছবি একাধিক পুরস্কার জিতেছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শাহরুখের আগে এই রাজ চরিত্রে অভিনয়ের জন্য অন্য এক বলিউড তারকার কাছে অফার গিয়েছিল।
3/7হ্যাঁ, এর আগে এই ব্লকবাস্টার ছবির অফার পেয়েছিলেন শাহরুখ নয় অন্য এক অভিনেতা। রাজ চরিত্রের জন্য আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল শাহরুখ নয় সইফ আলি খান। কিন্তু এই ছবিতে অভিনয় করতে রাজি হননি সইফ।
4/7আসলে, যশ চোপড়া যখন 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-এর গল্পে কাজ শুরু করেছিলেন, চরিত্র অনুসারে তিনি সইফ আলি খানকে প্রধান অভিনেতা হিসাবে নেওয়ার কথা ভেবেছিলেন। যার কারণ ছিল সইফ আলি খানের কথা বলার ধরন এবং তাঁর উচ্চারণ।
5/7ইন্দো-আমেরিকান বিষয়ের উপর এই গল্পে সইফ সম্পূর্ণ ফিট হবেন বলে মনে করেছিলেন আদিত্য। কিন্তু ছবির অফার অভিনেতার কাছে যেতেই সময় এবং তারিখের অভাবে ছবিতে কাজ করতে পারেননি সইফ।
6/7এরপরই ছবির অফার যায় শাহরুখের কাছে। ছবিটির জন্য রাজি হয়ে যান শাহরুখ। আর এই ছবির হাত ধরেই বলিউডে গগনচুম্বী সফলতা আসে অভিনেতার হাতে। 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-এর প্রতিটি দৃশ্য এবং প্রতিটি সংলাপ প্রেক্ষাগৃহে প্রশংসিত হয়েছিল।
7/7অমরীশ পুরীর 'জা সিমরান জা..জি লে আপনি জিন্দেগি' থেকে সিমরানের কথাই হোক বা শাহরুখের ‘পালাট' সংলাপ এখনও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘোরে এই ছবির সংলাপ।