নুসরত-যশের ছেলে ঈশান এখন দেড় বছরের। অভিনয় থেকে ছেলে, সাংসদ হিসেবে নিজের দায়িত্ব-- সবদিক কীভাবে সামলান নুসরত, কথা বললেন সম্প্রতি।
1/5কথায় আছে, যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধানে। সেই কথাই খাটে নুসরত জাহানের ক্ষেত্রে। অভিনয় কেরিয়ার, সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন তো করছেনই, সঙ্গে আবার সামলাচ্ছেন দেড় মাসের ছোট্ট ছেলে ঈশানকে। যে কোনও মায়ের জন্যই মোটেই সহজ নয়, নুসরতের জন্যও নয় তো বটেই। সম্প্রতি এক ইভেন্টে এসে এই নিয়ে কথা বললেন তিনি।
2/5সম্প্রতি বিরল রোগে আক্রান্ত শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কলকাতায়। আর সেখানেই বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন তিনি। খুব সুন্দর করে বাচ্চাদের সঙ্গে মিশতে দেখা গেল তাঁকে, গল্প করলেন মুখে একটা চওড়া হাসি নিয়ে। নিজেই জানালেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বরাবরই ভালোবাসেন। আর ‘বিরল রোগে আক্রান্ত’ হিসেবে কোনও শিশুকে দেখতে নারাজ তিনি। কারণ প্রত্যেকেই যে নিজের নিজের মতো করে আলাদা।
3/5এখানেই কথা উঠল তাঁর ও যশের সন্তান ঈশানের। যার বয়স এখন সবে বছর দেড়েক। মা হিসেবে নুসরত কী একটুতেই ঘাবড়ে যান? প্রশ্ন আসতেই অভিনেত্রী জানান তিনি খুবই প্যানিক করেন। ছেলে খুবই ভোগে। কদিন পরপর শরীর খারাপ লেগেই রয়েছে। আর তাই ডাক্তারের কাছে ছুটে ছুটে যাওয়াও। তিনি একটুতেই প্যানিক করা শুরু দেন। তখন যশই তাঁকে সামলান।
4/5নুসরতের কথায়, ‘আর কদিন পরে আমার ছেলেও আমাকে সামলাবে। একটুতেই এত প্যানিক করি আমি। ওদের কিছু হলে তো আমার রাতের ঘুম উড়ে যায়। ভাগ্য ভালো ওর বাবা একটু শক্ত। আমাকেও সামলে নেয়।’ সব কিছুর সঙ্গে ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে প্রশ্নের জবাবে জানান, ‘এটা একদমই সহজ নয়। আমার তো ঘাম ছুটে যাচ্ছে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের প্রতি যে দায়িত্বটা আমার রয়েছে, আমার অভিনয় কেরিয়ার, পরিবার, নিজেকে সময় দেওয়া সব কিছুর মধ্যেই ব্যালেন্স করার চেষ্টা করছি। আশা করি একদিন নিজেকে বলতে পারব ভালোই পেরেছিলাম সবটা করতে।’
5/5ছেলে ঈশানের ছবি এখনও সামনে আনেননি যশ-নুসরত। সেই ২০২১ সালের কালীপুজোর রাতে মাসকয়েকের ছেলের একটা ছবি শেয়ার করে নিয়েছিলেন। অভিনেত্রী, সাফ জানিয়েছেন ছেলের বাবা চাইলেই ছেলের ছবি সামনে আনা হবে। আপাতত ব্যক্তিগত বিষয়কে জনসম্মুখে আনা পছন্দ নয় দুজনের কারওরই।