Oscars 2023: ছয় দশক পর ধারা বদলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। লালের বদলে এ বছর অস্কারের গালিচার রং শ্যাম্পেন। ৯৫ তম অস্কারে সেরা পোশাকের পাশাপাশি বেশ কিছু তারকা উদ্ভট পোশাকে ধরা দিয়েছেন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের থেকে সেরা এবং বেশ কিছু বিকট পোশাকে সেলিব্রিটিদের ছবি রইল-
1/7লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কারের আসর। সেলিব্রিটিরা স্টাইলিশ পোশাকের পাশাপাশি এ দিন ধরা দিয়েছেন। তবে কেউ কেউ বিকট পোশাকে এসে লাইমলাইটে ছিলেন। এই বছরের ইতিহাস তৈরির রাত থেকে সেরা এবং সবচেয়ে খারাপ পোশাক পরা সেলিব্রিটিদের একটি তালিকা রইল-
2/7অন্তঃসত্ত্বা গায়িকা রিহানা। ৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠানে শ্যাম্পেন রঙের গালিচায় ডিজাইনার মেসন আলিয়ার তৈরি কালো লেদারের পোশাকে ধরা দেন। টাইটফিট পোশাকে তাঁর বেবি বাম্প স্পষ্ট।
3/7মিন্ডি কালিং একটি স্ট্রাকচারাল স্প্যাগেটি-স্ট্র্যাপ গাউনে ধরা দেন গালিচায়। ওয়েডিং-গাউনের ডিজাইনার ভেরা ওয়াং এই পোশাকের ডিজাইনার।
4/7মালালা ইউসুফজাই রাল্ফ লরেনের সিলভার সিকুইনড হুডেড গাউনে প্রথমবার অস্কার অনুষ্ঠানে হাজির হয়েছেন। ঝলমলে হুডেড গাউনে গালিচায় বেশ আত্মবিশ্বাসী হয়ে ধরা দিয়েছেন তিনি। স্বামী আসের মালিকের সঙ্গে এ দিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। ফ্রেড লেইটনের কালেকশন থেকে নিজের জন্য অ্যাক্সেসরিজ বেছে নিয়েছিলেন তিনি।
5/7ভ্যালেনটিনো কোর্টিয়ার থেকে এই পোশাক বেছে নিয়েছেন ফ্লোরেন্স পিউ। এই পোশাক দেখে অনেকরই মন্তব্য যেন কুঁচকে যাওয়া বিছানার চাদর গায়ে জড়িয়ে চলে এসেছেন তিনি।
6/7নিজেকে স্টাইল আইকন হিসেবে প্রমাণ করেছেন অ্যান্ড্রু গারফিল্ড। ক্লাসিক ফেন্ডি এনসেম্বলে এ দিন কার্পেটে ধরা দেন তিনি।
7/7আফটারসান-এ অভিনয়ের জন্য পল মেসকাল সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু তাঁর আগোছালো ফ্য়াশন সেন্স এ দিন হতাশ করেছে ভক্তদের।