Parineeti-Raghav: গত শনিবার আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে ধুমধাম করে আংটি বদল সেরেছেন পরিণীতি চোপড়া। হাইপ্রোফাইল এনগেজমেন্টের আসরে শামিল হয়েছিলেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব থেকে রাজনৈতিক দুনিয়ার নামী-দামী ব্যক্তিত্বরা। বেশ কিছু অদেখা নতুন ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন পরিণীতি-
1/5এ যেন কোনও রূপকথার গল্পের মতো। ১৩ মে দিল্লিতে রাঘবের বাসভবন দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বসেছিল রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদানের আসর। আংটি বদল, কেক কাটা, অনুষ্ঠানের অন্দরের ছবি এক এক করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বাগদানের দিনের বেশ কিছু নতুন ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন পরিণীতি।
2/5আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়েছেন পরিণীতি-রাঘব। এ দিন হবু দম্পতি সেজেছিলেন সাদা রঙের পোশাকে। রাঘব পড়েছিলেন হলুদ কুর্তা, ক্রিম পায়জামা এবং একটি জ্যাকেট, যেটি তৈরি করেছিলেন তাঁর কাকা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মণীশ মালহোত্রার ওপর। যাতে ছিল মুক্তোর কাজ।
3/5নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হয়েছে পাঞ্জাবি স্টাইলে। বাগদান অনুষ্ঠানে নিয়ম-নীতির ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন- ‘এক এবং একমাত্র, অকাল তখত সাহেবের জথেদার, সিং সাহিব জিয়ানি হরপ্রীত সিং জি-র আর্শীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। বাগদানে তাঁর পবিত্র উপস্থিতি আমাদের কাছে বিরাট ব্যপার’।
4/5লন্ডন স্কুল অব ইকোনমিক্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব-পরিণীতি। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। অবশেষে আংটি বদল সেরে সম্পর্ককে আরও একধাপ এগোলেন তাঁরা।
5/5এ দিন রাতেই আংটি বদলের পর রাঘবের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন নেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। লেখেন, ‘আমি যা কিছু চেয়েছি… আমি হ্যাঁ বলেছি।’ এর সঙ্গে আংটির একটি ইমোটিকনও তিনি পোস্ট করেছেন।